জোয়ার ভাটা নিয়ে কবিতা।জেবুন্নেছা জেবু এর কবিতা

জেবুন্নেছা জেবু 

জোয়ার  ভাটা
জেবুন্নেছা জেবু


    ফেইসবুক মেসেঞ্জারে হরদম করে চ্যাট

     অভিনয়ে কারো মনে  দিও না জ্বালা,

     ইউটিউব  টিকটক ইন্সটাগ্রাম  ডিসকোর্ড

    স্নাপচ্যাট এ দিও না অকারণে  হানা ।

 

    রাস্তায় পার্কে অফিসে  সব শ্রেণীতে

    চলছে  মন নিয়ে অহেতুক খেলা ,

    সর্বজনে কয় আনন্দ নেই জীবনে

    হতাশা বেদনা ভুলতে এসবে করি ছলনা ।

 

   যুবক  যুবতীরা  অতি সহজেই  ডুবছে

   প্রেম ভালবাসা অতি সহজে করছে ভাঙ্গছে,

    দিকে দিকে অন্যায়  নীতিহীন  সব চলছে

    হারামে আরাম খুজেঁ  পরে ধুঁকে ধুঁকে মরছে।

 

    ভাঙছে  হুট হাট  করে সাধের  সংসার 

   ওরা মিথ্যা অহংকারে মানে না হুকুম স্রষ্টার,

    সাময়িক  প্রেমে গড়ে তুলে সম্পর্ক সর্বনাশা

    ভুল  আশায়  ভুল  পথে  চায় ভালোবাসা । 

 

     নিজেদের ভাবে ওরা সেরা প্রেমিক প্রেমিকা

    কেউ বলে  করবো বিয়ে  করো অপেক্ষা ,

    লোক সম্মুখে নিজেদের করে সেরা দাবী

     বল  ধৈর্য ধরো করিবো সপ্নের সংসার খানি ।

 

     অতঃপর  শুরু ডেটিং চ্যাটিং  ঘুরাঘুরী

     চলে  নোংরামী  অসভ্যতা  ছোটাছুটি ,

     অথচ  সততায় মিলে সুন্দর  জীবনখানি

    ধোকাঁর জীবনে  মিলবে না  কখনোই  শান্তি ।

     

     

    শোনো  হে নব্য সমাজ করো না ভুলের বসতি

    হারামের আরামে কিছুসময় পর মিলে দুর্গতি ,

    নিজেদের  সঠিক  করো তবেই  আসবে  স্বস্তি

     সম্পর্ককে মুল্য দাও  স্থির হও হই ও না লোভী ।

 

    ফিরে  পেতেই হয় অন‍্যের সাথে যা করা  হয়

    গোলাকার এই ভুবন প্রমাণিত জোয়ার  ভাটায় ।

     ক্ষনকালের  জীবনে  সৃষ্টি  করো না  অশান্তি

    পবিত্র  মনে  ভালোবাসো গড়ো সুন্দর পৃথিবী।।   

Post a Comment