পলাশ
দিনে
অনুপ
কুমার জানা
হয়েছে
অতীত রুক্ষতা শুষ্কতা
পরিবেশ
আজ মুক্ত হিয়ায় ,
আনন্দে
উদ্বেল উদ্ভিদ প্রাণী
খুশির
জোয়ার এসেছে ধরায় !
কুহু
কুহু কণ্ঠে জেগেছে শিমুল
পলাশও
সাথে মারছে উঁকি ;
শাখায় শাখায় রক্তিম চুমু
হৃদয়ে
হৃদয়ে প্রেম দিয়েছে আঁকি !
পলাশ দিনে বসন্ত আসে
ভগবান
শ্রীকৃষ্ণের প্রেম লীলা ;
আবিরে আবিরে অঙ্গ রাঙে
পিচকারিতেও রঙের খেলা !
পলাশ দিনে পত্র ঝরিয়ে
বিদায়
জানায় বৃক্ষ পল্লব ,
আম্র
মুকুলের সুবাস ছড়িয়ে
দখিনা
বাতাস জানায় কলরব !
ভোর সকালে শুভ্র চাদরে
পরিবেশ ঢাকে অবগুণ্ঠনে ,
পথ ভ্রষ্ট হয়
প্রকৃতি বাসী
সাম্যতা
ফিরে ভাস্করের আলিঙ্গনে !
পলাশ দিনে হৃদয় মনে
বিদায়
নেয় হিংসা বিদ্বেষ ;
প্রীতির
বাঁধনে প্রতিটি হৃদয়
শুভ্রতায়
শুচিতায় থাকে বেশ !
পলাশ দিনে পতঙ্গ বিহঙ্গ
মধুর
নেশায় উরে ফুলে ফুলে ,
ছন্দে
নৃত্যে মকরন্দ সংগ্ৰহে
মৌমাছি
সঙ্গীদের জানায় কৌশলে !
পলাশ
দিনের পরশ চিরদিন
লাগুক
মানব জাতির হৃদয় ,
সুবাসে
সুশোভনে রাঙুক হিয়া
দুর্গম
দুর্জয়ে আসুক অভয় !
ভূঞ্যাড়া
, পশ্চিম মেদিনীপুর