মা নিয়ে কবিতা। মায়ের কবিতা। মা দিবসের কবিতা

আমার মা
বাপী নাগ


মা আর কাছে নেই আমার
নেই ভালো মন।
চলতে হয় চলছি যে আমি
নেই প্রিয়জন।

ফাঁকি দিয়ে চলে গেলে
তুমি যে আমায়।
কত কিছু যে বলার ছিল 
আমার তোমায়।

যার মা নেই সেই বোঝে
মায়ের অভাব।
কখনো পরিবর্তন হয় না
মায়ের স্বভাব।

কপাল ছিল খারাপ আমার
কাকে যে বলবো।
তোমায় ছাড়া মা-গো আমি
কি করে বাঁচবো।

ছুঁতে চাই মাগো তোমায়
একবার চরণ‍।
নইলে আজ বেঁচে থাকা
আমার মরণ।

আজ তোমায় ছাড়া ভাবতে 
পারিনা তো কিছু।
শতকোটি মায়ে-দের কাছে
করবো মাথা নিচু।

Post a Comment