তুমি নারী তুমিই মা
বাপী নাগ
তুমি যে নারী কখনো কন্যা
কখনো অর্ধাঙ্গিনী।
কখনো তুমি মমতাময়ী মা
আমাদের জননী।
এই পৃথিবীতে তুমিই মায়ের
ভালোবাসা দিয়েছো।
কত কষ্ট যে সহ্য করো তুমি
কতো আদর করেছ।
তোমার জন্য বিশ্বভূবন ধন্য
তুমি যে মোদের মা।
কত কষ্ট যে সহ্য করো তুমি
অন্যায়ে করো ক্ষমা।
তুমি তো আগুন দিয়ে তৈরি
নারী যে অগ্নিকন্যা।
ভালবাসা দিয়ে ঘিরে রাখো
তুমি নারী অনন্যা।
নারী মানে-ই মা, তুমি দেবী
জীবনে প্রথম নারী।
মোদের মঙ্গল কামনা করো
তুমি নও অহংকারী।
তুমি মমতাময়ী তুমিই নারী
একাকীত্বের সঙ্গী।
তুমি যে নারী তুমি-ই মহান
তুমি-ই অর্ধাঙ্গিনী।
প্রত্যেক দিন-ই নারী দিবস
নারী অনুপ্রেরণা।
নারী হলো পরিবারের স্তম্ভ
নেই তার তুলনা।