নতুন ধারা ।সুপ্রভাত মেট্যা। কলকাতার জনপ্রিয় কবি

সুপ্রভাত মেট্যা

নতুন ধারা
সুপ্রভাত মেট্যা

ভাত নিয়ে মারামারি থেকে সামান্য দূরে এখন সময়

হাত বাড়িয়ে, ধানের ফোয়ারায় তখন কারও ফলে ওঠে নাম


দুপুর লেগে আছে জলে

দিনকালগুলো আর সেভাবে পাল্টিয়ে ভাবিনি আমি

কী লাভ? সেইতো ঘুরে-ফিরে আসা, সেই একই জীবন

হাজারও চিন্তা মাথা থেকে হৃদয়,

আঘাতের চিহ্ন নিয়ে বাঁচে।

 

তবু ভেঙে পড়াটা কখনও কবিতার কাজ নয়।

তাই ভাবি, লিখি, ভাবনার মেঘে মেঘে

একটি একটি করে পালক পড়ে আমার।

 

আজ ইতিহাস পৌঁছে গেছে গ্রামে।

গ্রামের, নতুন ধারার ছেলেমেয়েরা জানতে চাইছে,

তাদের ছেলেমেয়েরা কী এমন- ধারার

নতুন নতুন কোনও পৃথিবীতে থাকবে কবিতার?

 

থানা:-তমলুক

জেলা :-পূর্ব মেদিনীপুর

Post a Comment