বিশ্ব বিখ্যাত ব্যক্তিদের উপাধি।কবি সাহিত্যিকদের ছদ্ম নাম

বিখ্যাত কবি-সাহিত্যক,রাজনৈতিক ব্যক্তিবর্গের উপাধি:

শেখ মুজিবুর রহমান- বঙ্গবন্ধু/জাতির জনক /(Poet of politics)

রবীন্দ্রনাথ ঠাকুর- বিশ্বকবি

কাজী নজরুল ইসলাম- বিদ্রোহী কবি

জসীম উদ্দিন- পল্লীকবি

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়- সাহিত্য সম্রাট

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়- অপরাজেয় কথাশিল্পী

ভারতচন্দ্র রায় গুণাকর- রায় গুণাকর

সৈয়দ শামসুল হক- সব্যসাচী লেখক

শামসুর রাহমান- নাগরিক কবি

যতীন্দ্রনাথ সেনগুপ্ত- দুঃখবাদের কবি

জাহানারা ইমাম- শহীদ জননী

বেগম রোকেয়া- নারী জাগরণের অগ্রদূত

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর- বিদ্যাসাগর

ঈশ্বরচন্দ্র গুপ্ত- যুগসন্ধিক্ষণের কবি

সুকান্ত ভট্টাচার্য- কিশোর কবি

জীবনানন্দ দাশ- রূপসী বাংলার কবি/তিমির হননের কবি

ফররুখ আহমেদ- মুসলিম রেনেসাঁর কবি

সত্যেন্দ্রনাথ দত্ত- ছন্দের যাদুকর

বিদ্যাপতি- মিথিলার কবি

বিহারীলাল চক্রবর্তী- ভোরের পাখি

সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী- স্বপ্নাতুর কবি

নুরন্নেসা খাতুন- সাহিত্যের স্বরস্বতী

আমির খসরু- ভারতের তোতা পাখি

চিত্তরঞ্জন দাশ- দেশবন্ধু

নেতাজী সুভাষচন্দ্র বসু- নেতাজী

শিল্পাচার্য জয়নুল আবেদীন- শিল্পাচার্য

মাস্টার দা সূর্যসেন- মাস্টার দা

শেরে বাংলা একে ফজলুল হক- শেরে বাংলা

আবদুল গাফফার- সীমান্ত গান্ধী

জওহররাল নেহেরু- পন্ডিতজী, চাচা

রনজিৎ সিং- পাঞ্জাবের সিংহ

আব্রাহাম লিংকন- আবী

আর্ল অব ওয়ার উইক- কিংমেকার

মোহাম্মদ আলী জিন্নাহ- কায়েদ--আজম

লিয়াকত আলী খান- কায়েদ- - মিল্লাত

মোহনদাস করমচাঁদ গান্ধী- মাহাত্না, বাপুজী

উম্মে কুলসুম- আরবের নাইটিঙ্গেল

উইলিয়াম শেক্সপিয়ার- বার্ড অব আ্যঁভো

রাসপুতিন- উন্মাদ সন্যাসী

প্রিন্স বিসমার্ক- আধুনিক জার্মানির জনক

মোস্তফা কামাল পাশা- আতার্তুক, গ্রে উলফ

হোমার- ব্লাইন্ড বার্ড

মার্গারেট থ্যাচার- লৌহমানবী

চে গুয়েভারা- চে

নেপোলিয়েন বেনোপার্ট- ম্যান অফ ডেসটিনি লিটল করপোরাল

জর্জ বার্নার্ড -জিবিএস

.মুহাম্মদ শহীদুল্লাহ-ভাষাবিজ্ঞানী

ফ্লোরেন্স নাইটিঙ্গেল- লেডি উইথ দ্য ল্যাম্প

আতাউল গণি ওসমানী-বঙ্গবীর

স্যার আশুতোষ মুখোপাধ্যায়- বাংলার বাঘ

 রাণী ক্লিওপেট্রা- দ্য সার্পেন্ট অব দ্য নাইল

নওয়াজ শরীফ- শের--পাঞ্জাব

ক্রিশ্চিয়ান বার্ণার্ড- হার্ট সার্জন

হিটলার-ফুয়েরার

আবদুল কাদির-ছান্দসিক কবি

বেনজীর ভূট্টো-ডটার অব দ্য ইস্ট

 

বিশ্ব-বিখ্যাত ব্যক্তিদের উপাধি


রবীন্দ্রনাথ ঠাকুরবিশ্বকবি।

জসিম উদ্দিনপল্লীকবি।

জয়নুল আবেদীনশিল্পাচার্য।

চিত্তরঞ্জন দাসদেশ বন্ধু।

হোমারব্লাইন্ড বার্ড।

করম চাঁদ গান্ধীমহাত্মা।

সূর্যসেনমাস্টার দা।

হো চি মীনআংকেল হো।

এডলফ হিটলারফ্রুয়েরার।

সুভাষ চন্দ্র বসুনেতাজী।

কামাল আতাতুর্কগ্রে উলফ।

বেনজীর ভুট্টোডটার অব দ্যা ইষ্ট।

ফজলুল হকশের--বাংলা।

সেমুয়েল লেঈইনমার্ক টুয়েন।

চে গুয়েভারাতে আর্নোসেটা।

জর্জ বার্নাড জি বি এস।

শেখ মুজিবুর রহমানবঙ্গবন্ধু।

মার্গারেট থ্যাচারলৌহ মানবী।

লাল বাহাদুর শাস্ত্রীশান্তির মানুষ।

কাজী নজরুল ইসলামবিদ্রোহী কবি।

আব্দুল গাফফার খানসীমান্ত গান্ধী।

জওহরলাল নেহেরুচাচা/পান্ডিতজী।

নেপোলিয়ান বোনাপাটম্যান অব ডিসটিনি।

সরোজিনী নাইডুনাইটিংগেল অব ইন্ডিয়া।

প্রিন্স বিসমার্কআধুনিক জার্মানির জনক।

ডিউক অব ওয়েলিংটনআয়রন ডিউক।

মোহাম্মদ আলী জিন্নাহকায়েদে আজম।

ফ্লোরেন্স নাইটিংগেললেডি উইথ দি ল্যাম্প।

জিওফ্রে চসারইংরেজি কাব্যের জনক।

রাণী এলিজাবেথ (প্রথম)→কুমারী রাণী

উইলিয়াম সেক্সপিয়ারবার্ড অব হ্যাভেন।

হযরত মুহাম্মদ (সাঃ)----বিশ্ব নবী

Post a Comment