Posts

অবৈধ সংলাপ - তীর্থঙ্কর সুমিত

তীর্থঙ্কর সুমিত

অবৈধ সংলাপ
তীর্থঙ্কর সুমিত

কথারা সব বদলে গেছে...
কলমের ডগায় উঠেছে আসে
নতজানু শৈশব
ইতিহাস বদলে গেলে
অন্তরাত্মার পরিবর্তন ঘটে
তোমার মুখে এমন ও মায়াবী সমীকরণ

আমার ব্যাকারণে শুধুই অবৈধ সংলাপ।



তীর্থঙ্কর সুমিত
মানকুণ্ডু, হুগলী 

Post a Comment