ভূতের কবিতা । ভূত নিয়ে কবিতা।অনুপ কুমার জানা এর কবিতা

ভুতের ধাক্কা
অনুপ কুমার জানা

ঘুড়ছে ভুত শহর তলিতে

ঘুড়ছে টালির চালে ,

ভয় করে না নেতা-মন্ত্রীকে

পড়ে না পুলিশের জালে !

 

কড়া পাহারায় সিকিউরিটি ,

গেল হাওয়ায় উড়ে ;

মারলো ধাক্কা পিছন থেকে

পড়লো মুখ থাবড়ে !

 

কপালে ক্ষত , নাকে ক্ষত

পড়ছে রক্ত গলগলিয়ে ,

ডাকা হোল না ডাক্তার , এ্ম্বুলেন্স

ব্যস্ত ছবি তোলা নিয়ে

 

প্রাইভেটে গেল এস এস কে এম-

প্রাথমিক সিদ্ধান্ত সচিবের :

লেগেছে ধাক্কা পিছন থেকে

ফলশ্রুতি এই রক্তাক্তের !

 

জানালো সচিব আবার পরক্ষণেই ,

" পড়েছে পিসি মাথা ঘুরে ,

হয়েছে মনে ধাক্কা দেওয়া " ; ‌

আসল খবর নাই রে ! 

 

উল্লুক বানালো চুল্লু খাইয়ে

জনগনও তেমন গাধা ;

করলো বিশ্বাস ভুল রিপোর্টে ,

সব- নাটকের ধাঁধাঁ !

 

আমরা অতি সাধারণ মানুষ

ঘোড়-প্যাঁচ নেই মনে ;

ভাবছি ভুতেই মারলো ধাক্কা ,

থাকবে সবার স্মরণে !

 

লুকিয়ে আছে এক গুঢ়-রহস্য

বুঝতে পেরেছে জনগন ,

' শাক দিয়ে মাছ যায় না ঢাকা '

টলবে না অন্ধবিশ্বাসীর মন !

Post a Comment