হিংসা করি - বিজুরিকা চক্রবর্তী

 

হিংসা করি
বিজুরিকা চক্রবর্তী

-------------------------------------------------------
একলা যারা বাঁচতে শেখে তিনকুলে কেউ নেই-
হিংসা করি ওদের আমি আজ প্রত্যেককেই!
যেই ছেলেটা কাগজ কুড়োয়, বাসন মাজে মেয়ে,
হিংসা করি ওদের আমি বুকের পাটাকে!
দিব্য কাটায় দিন যে মানুষ দেহে নিয়ে খুঁত-
হিংসা করি আত্মাভিমান তাদের এ অদ্ভুত!
হিংসা করি ! হিংসা করি ! জ্বলে পুড়ে যাই !
ঠুনকো মায়া, ঠুনকো সমাজ, সবকিছু দুরছাই ।।


Post a Comment