ভুলিনি তোমাদের - বাপী নাগ। কলকাতার কবি

ভুলিনি তোমাদের
বাপী নাগ

তোমার কোলে জন্ম নিলাম 

আমি শিশুকন্যা হয়ে।

থাকতে চাই আমি আজীবন

আনন্দে দিন কাটিয়ে।


অনেক আদরে-ই বড় হলাম

আজ মা-বাবার সাথে।

চিরজীবন চলতে চাই আমি

তোমাদের দেখা পথে।


তোমাদের হাত ধরেই আজ

প্রথম লেখাপড়া শেখা।

এই পৃথিবী তোমাদের জন্যই

আমার চেনা ও দেখা।


লেখাপড়ার পাঠ শেষ করে

গেলাম আমি কর্মক্ষেত্রে।

সুখে থাকি যাতে বিয়ে দিলে

ভালো পরিবার ও পাত্রে।


দুঃখ কষ্ট ভুলে গেলাম আমি

আমার স্বামীর ঘরে।

তোমাদের ছেড়ে যে গেলাম 

আমি আজ বহুদূরে।


সব সময় মনে পড়ে আমার

মায়ের ভালোবাসা।

মা-বাবার সেই আদর যেন

ফিরে ফিরে আসা।

Post a Comment