কলমের আত্নকথা
চন্দনা কুন্ডু
আমি একজন ছোট্ট কলম, এতকাল আমি সুদু অন্যের কথা ভেবেছি ও বলেছি,আর লিখছি তাদের সুখের কথা, দুঃখের কত কাহিনী। উওর লিখেছি ছাএ সাথে পরীক্ষা খাতায়। ডাক্তার,উকিল,মাষ্টার কেরনি,জজ-ব্যারিষ্টার
তাদের নিয়ে লিখিয়েছেন কত বিচিএ বিষয়ে। গল্প কবিতা লিখিয়েছেন কেউবা আমাকে দিয়ে,তাদের ভাবনা গুছিয়ে নিয়েছে,আমি সরাটা জীবন মনে হয় সকল
মানুষের মনের কথা লিখলাম। কিন্তু কেউ আমার কথা লিখলো না, আমি নিতান্তই ভাষাহীন,তবু আমারও তো
জীবন বলে একটা কিছু আছে। এই কলম হলো আমার জন্মের একটি ইতিহাস আছে , সেই ইতিহাস খুব গৌরবের নয়। কিন্তু শিক্ষা ও সভ্যতা বিকাশে আমার বংশের অবদান কেউ অস্বীকার করতে পারবেনা। প্রবাদ আছে একটা জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো , আমার কর্মের গুনেই আজ আমি মানুষের নিত্য সঙ্গী। সবাই নিজের প্রচার করতে ভালোবাসে কেউ যদী করে দেয় তো সোনাই সোহাগা। আজ আমি অনিবার্য ভূমিকার কথা বলছি । বলে কেউ মনে কিছু করবেন না, আমার কথা কখনও ভুলেও কেউ মনে করেনি। যেমন গানের শেষে বীনা পরে থাকে মাটিতে অনাদরে, তেমনি অবস্থার শিকার আমিও। সবাই আমাকে কাজে লাগিয়েছে কেউ আমাকে নিয়ে ভাবেনি।আমার মনের কথা, কারো মুখে ও আসেনি। তাই আজ আমি নিজেই আমার কথা লিখলাম মন খুলে আমার কলমের হৃদয় উজার করা অত্নকথা।।
...........চন্দনা কুন্ডু........
বিধাননগর।।