দূরের দ্যুতি
মোঃইমদাদুল হক মিলন
কোন আকাশে অবকাশ অতিথি তুমি
কোথা সে লুব্ধক জাজ্বল্যমান ভূমি।
তুমি কি অ্যান্ড্রোমিডার কৃত্তিকা
নাকি ক্যাসিওপিয়া সুদূর স্মরনীকা।
গায়া রূপে শতরূপা তুমি হাওয়াতে আঁধার
তুমি সৃষ্টির সংজ্ঞায় সজ্ঞায়িত অনন্ত বার।
অসীম হলো আকাশ অবারিত হলে তুমি
বিশ্ব বিকাশে সুজলা সুফলা হলো চারণ ভূমি।
উদয়ে উদ্ভাসিত হৃদ আকাশে,চাঁদেতে চাঁদের
আলো ঝলমলে রূপ নিহারে হলো,আমিতে আমার।