বাংলাদেশের প্রেক্ষাপটে Honours-Masters এর তেমন মূল্য না থাকলে-ও, যখন ভালো একটা চাকরি পাবেন তখন সমাজ আপনার Degree পাস-ও দেখে না। এমনকি Intermediate পাস করে যদি পুলিশের Constable বা বিমানবালা হন, সমাজে সবাই আপনাকে শ্রদ্ধার সাথে চিনবে।
Honours-Masters এটা এত সহজ জিনিস-ও নয়। তারপর-ও চাকরি না পেলে আপনি সমাজে একজন অঘোষিত অশিক্ষিত।
আমার
সাথে যারা একমত নয়, তাদেরকে বলছি, যখন Honours-Masters শেষ
করে চাকরির জন্য দৌঁড়ঝাপ দিবেন, তখন আপনার মনে হবে, আপনার চেয়ে একজন CNG Driver অনেক সফল। আর আপনি হলেন
এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। আপনার একটাই দোষ, সেটা হল, আপনি বাংলাদেশের Honours-Masters
Graduate. চাকরি
না পেয়ে হতাশ হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন,
এমন নজির কম নেই। এমনকি তারা বিশেষকরে নামকরা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে অধিকাংশই। তাই, শুধু Honours-Masters করলে হবে
না। হয় বড় চাকরি
পেতে হবে, না হয় কোনো
উদ্যোগতা বা সৃষ্টিশীল হতে
হবে! কী করবেন?
সেটা আপনার বিষয়! তবে,
সেটা পড়াশোনা শেষ করে ভাবার সময় নাই। Intermediate থেকে প্রস্তুতি শুরু করতে হবে। অন্যথায় আপনি অশিক্ষিত।
আর
সবচেয়ে বড় দুঃখ হল,
এই কথাগুলো আজকাল কেউ-কাউকে বলে দেয়
না। কারণ, সবাই এখন প্রতিযোগীতার হিংসায় ব্যস্ত। আর এটাই আমাদের
সবচেয়ে বড় সমস্যা!
যাকে হিংসে করছেন সে-ও একদিন
মরবে, আপনি-ও বাঁচবেন না
সারাজীবন! তাছাড়া হিংসে করলে সবচেয়ে বেশি ক্ষতি হয় নিজের। ঠিক
সেই কারণেই কাউকে হিংসে করা নির্বুদ্ধিতা!
আর
পরিশ্রম করতে কখনো কার্পণ্য করবেন
না। মানুষের জীবনের সবচেয়ে বড় মানোষিক শক্তি
ও শান্তি হল কাজের প্রতি
মনোযোগ সৃষ্টি করতে পারা। বাকীসব
আলেয়া আর মরীচিকা কিংবা
ধোঁয়াশা বা রহস্য যাই
বলেন, "কাজ ছাড়া জীবন হল জীবিত লাশ"
মনে
রাখবেন, শারিরীক শ্রমে মানুষ যতটুকু ক্লান্ত হয়, তারচেয়ে বেশি ক্লান্ত হয় মানোষিক দুশ্চিন্তায়। সুতরাং,
দুশ্চিন্তা বাদ দিয়ে কাজে
লেগে যাওয়া উচিৎ।
লেখক:
মোঃ মিরাজ উদ্দীন,
প্রভাষক,
ইংরেজি বিভাগ,
গাছবাড়িয়া
মমতাজ বেগম কলেজ, চন্দনাইশ,
চট্টগ্রাম।