![]() |
মোঃ সাইদুল ইসলাম সাঈদ |
হে
মুসলিম বীর মুজাহিদ তোমরা ইসলামের লড়াকু সৈনিক। তোমরা ইসলামবিদ্বেষী শত্রুর কাছে শির নত করবে না।
শত্রুর কাছে মাথানত করা মানে নিজেকে বিলিয়ে দেওয়া। মনে রেখো তোমার আত্মবিশ্বাস আর মনের দৃঢ়তা
ও ঈমানি শক্তি তোমার সাহস জোগাবে। আল্লাহর উপর ভরসা করে তোমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে শত্রুকে মোকাবেলা করবে। শত্রুদের উপর বাজ পাখির ন্যায় ঝাঁপিয়ে পড়বে।
হে
মুসলিম জাতি তোমরা একেকজন লড়ে যাওয়া বীর।তোমাদের চিন্তা চেতনা বীরত্তের মতোই প্রকাশ পাবে। আর শত্রুদের ধুলিস্যাৎ
করার জন্য তোমাদের আল্লাহর উপর ভরসা করাই যথেষ্ট। হে বীর মুসলিম
জাতি তোমরা ক্ষমতার লোভে তোমাদের স্বজাতি ভাইদের শত্রুদের কাছে বিক্রি করে দিও না। মনে রেখো তোমরা যদি তোমাদের ভাইদের সাথে বিশ্বাসঘাতকতা করো,তাহলে সে দায় ভার
তোমাদের উপর কঠিন ঝড়ের ন্যায় বয়ে আসবে।
মনে
রেখো তোমাদের গুষ্টি ও জাতি তোমাদের
কাছে আল্লাহর দেওয়া আমানত। শত্রুদের উপর তখনই তোমরা জয়লাভ করবে যখন তাদের কলাকৌশলের প্রতি তোমরা ভ্রুক্ষেপ করবে। মনে রেখো ন্যায়ের পথে হাঁটলে মানুষ পথভ্রষ্ট হয় না। তোমরা প্রজ্জলিত মশালের ন্যায় জ্বলতে থাকো দেখবে শত্রুরা মোমের মত গলে যাবে।
বিশ্বাস রাখো শত্রুদের কাছে তুমি বুলিদান হলেও তারা তোমার বীরত্ব আত্মমর্যাদা কেড়ে নিতে পারবে না। হয়তো তুমি দ্বীনের জন্য শহীদ হবে। কিন্তু
তোমার নাম জাতির মুখে উচ্চারিত হবে। অঙ্কিত হবে এক শহীদের গল্পে।
আর
তোমরা শত্রুকে দুর্বল মনে করো না। কারণ কয়েকটি পিপীলিকাও তাদের চাইতে বড় দানা টেনে নিতে সক্ষম হয়।
অতঃপর
নিন্দুকের নিন্দা শুনে ক্ষিপ্ত হয়ো না। কারণ তারা পেছনেই নিন্দা করে
তারা প্রকাশ্যে ঐ ভীতু বিড়ালের
ন্যায় যে বিড়াল ভয়
পেয়ে পালিয়ে বেড়ায়। তোমরা এমন ব্যাক্তির নিকট তোমাদের অবস্থান ব্যাক্ত করো না
যারা
সর্বদা তোমাদের ক্ষতি করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত থাকে।
তোমরা
কখনও নির্বোধের সাথে তর্কে জরাবে না কারণ তারা
তর্কে জয়ী হতে চাইবে।
হয়তো
আজ আমারা আমাদের জন্মভূমিতে লাঞ্ছিত অপমানিত ও নির্যাতিত কারণ
এর কর্মফল আমাদের হাতের কামাই। আমরা প্রভুর প্রতি বিশ্বাস রাখবো। একদিন
আমরা রুখে দাড়াবো। আমাদের ইসলামী নীতিমালা সুশাসন এ ভূখণ্ডে প্রতিষ্ঠিত হবে। তার আগ পর্যন্ত আমাদের ধৈর্য্য ধারণ করতে হবে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আর প্রজেষ্টা সমসময় অব্যাহত রাখতে হবে। হয়তো অচিরেই আল্লাহ তায়ালা সফলতা দান করবেন।
লেখক মোঃ সাইদুল ইসলাম সাঈদ।