স্বাধীনতা তুমি
গোলাপ মাহমুদ সৌরভ
স্বাধীনতা তুমি আমার কাছে
দোয়েল কোয়েলের গান,
স্বাধীনতা তুমি আমার কাছে
যুদ্ধে লাখো শহীদের পান।
স্বাধীনতা তুমি আমার কাছে
গোবরের জলে ফোঁটা পদ্ম,
স্বাধীনতা তুমি আমার কাছে
কবি-র লেখা মুক্তির গদ্য।
স্বাধীনতা তুমি আমার কাছে
বিশাল সমুদ্র জয়ের ঢেউ,
স্বাধীনতা তুমি আমার কাছে
যুদ্ধে বেঁচে যাওয়া কেউ।
স্বাধীনতা তুমি আমার কাছে
মনুষ্যত্ব ও মানবতা বোধ,
স্বাধীনতা তুমি আমার কাছে
লাখো শহীদের স্মৃতিসৌধ।
স্বাধীনতা তুমি আমার কাছে
দুঃখিনী মায়ের আহাজারি,
স্বাধীনতা তুমি আমার কাছে
রক্তে রঞ্জিত বোনের শাড়ী।
স্বাধীনতা তুমি আমার কাছে
রক্ত ললাটের পাষাণ তরী,
স্বাধীনতা তুমি আমার কাছে
বীর বাঙালির আগ্নেয়গিরি।
স্বাধীনতা তুমি আমার কাছে
স্বামী হারানো স্ত্রীর কান্না,
স্বাধীনতা তুমি আমার কাছে
বয়ে যাওয়া পাহাড়ের ঝর্ণা।
স্বাধীনতা তুমি আমার কাছে
লাল-সবুজের এক মানচিত্র,
স্বাধীনতা তুমি আমার কাছে
বাংলার মাটি যেন পবিত্র।