নারী
দিবসে নারীর কথা!
মোঃ
সিরাজুল ইসলাম
নারী
দিবস চলে গেলো, একই সাথে ছিলো 'দোল পূর্ণিমার' হোলি খেলা! নারী
আনন্দে ভরপুর দেখলাম ফেজবুক টুইটার ব্লগ পত্রিকাগুলো। নারী দিবস অনেকটা শ্রমিক দিবসের মত, পার্থক্য হলো শ্রমিকরা আদায় করে আর নারীরা সেচ্ছায়
গলায় রশি পরে।
অনেক
শিক্ষিত নারী বন্ধু আছেন আমার দেশবিদেশ প্রবাস। বাঙালি অবাঙালি হিন্দি উর্দু ইংরেজি স্পীপিকিং, কেউ
ফেবু বন্ধু, কেউ টুইটার ---- ! কাউকে
Man পাই
না সবই Woman. দিনে হেশেল রাতে কোলবালিশ পছন্দ আর তা দখলে
রাখতে বেতন পেয়ে নরের হাতে, পেনসন বরের account এ অথোরাইজড করা,
একটা ফেজবুক এ্যাকাউন্ট করতে স্বামীর ছবি সাথে দিতে হয় ----------
এমন
নারী কিভাবে নিজের অধিকার সংরক্ষণ করবে, কিভাবে বলবে মেয়ে হওয়ার জন্য আমি
দায়ী না তোমার X ক্রোমোজম
শুক্রানু আমার ডিম্বাণু তে নিষিক্ত হওয়ায়
মেয়ে হয়েছে! শুক্রাণু
আর ডিম্বাণু শব্দ দুটো বলতে গেলেই তো নারী নাকে
কাপড় দিবে কয়েক বার!
এমন
কনজার্ভেটিভ গোত্র কিভাবে নিজেদের অধিকার সংরক্ষণ করবে। বাবা
উচ্চ শিক্ষিত মাকে ভেড়া বানায় রেখেছে, হাতে একপয়সা দেয় নাই, ৬ তলা বাড়ী
তার ভাড়া ভাড়াটিয়ারা বাড়ীর মালিকিনের হাতে দেয়ার অনুমতি পায় নাই, মরহুম স্বামীর সন্তানেরাও সেই ধারা বজায় রেখেছে! এমন অনেক কে জানি কম
শিক্ষিতা নারী বিয়ে করেছেন শুধু বাইরে আরো দু'একটা বর্গা
নারী ব্যবহার করতে! নারী
হোলিতেও রং মাখে নারী
দিবসেও কবিতা লিখে কিন্তু নিজে কুসংস্কার পালন করে, কনজার্ভেটিভ শতভাগ, মার্কেটে গেলে দু'জন পুরুষ
পাহারাদার লাগে, কোন
পুরুষের সাথে কথা বলতে গেলে বার বার বক্ষের আচল টানে ---- স্বামীকে বলে, "আমার কর্তা -----++"
নারী
তুমি সব পারো কিন্তু
পারো না WOMAN থেকে
MAN হতে, ইংরেজরা
তোমাদের ঠিকই বুঝেছিলো, ডারউইন থিউরি বলে ১১ লক্ষ বছর
আগে ইথিয়পীয়ায়
হোমোস্যাপিয়েন্স
দু'পায়ে হাটা মানুষ দেখা গিয়েছিলো
১১
লক্ষ বছরে ও তুমি বলতে
পারো নাই মেয়ে আমার দোষে জন্ম নেয় নাই, আমাকে
তালাক দিবা কেন?
আথাবা
মুসলমান হিসাবে বলবো, মাত্র
১০ হাজার বছর আগে আদম হাওয়া এসেছিলেন দুনিয়ায়, এই
১০ হাজার বছরেও তুমি বলতে পারো নাই "মেয়ে আমার দোষে হয় না"। বিশ্বে
শব্দের থেকে ২৩ গুন বেশী
দ্রুত হাইপারসনিক মিশাইল তৈরি হয়েছে, কয়দিন
আগে
ইরান
শব্দের থেকে ৮ গুন বেশী
দ্রুত হাইপার সনিক মিশাইল তৈরি করেছে, বিশ্বের নারীরা চাঁদে যায়, যুদ্ধে
যায়, তোমাদের
আজও আঁচল টানা যায় নাই, পুরুষ নির্ভরতা যায় নাই, তা হলে আর
" নারী দিবস" করে কি
লাভ?
ভালো
থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালবাসেন।