নালিশ - মাজেদুল হক ।বাংলাদেশের কবি

নালিশ 
মাজেদুল হক 

মাগো আমায় ক্ষমা করো 

অন্যায় থাকলে মারো,

সত্য কি না মিথ্যে সেটা 

যাচাই করতে পারো। 


যখন তুমি যা বলিবে 

তাই মানিতে রাজি,

আমার কিন্তু রাগ ওঠে মা 

কেউ বলিলে পাজি। 


দোষের কিছু করি নাতো 

সঠিক পথে চলি,

স্কুলের পড়া দেই না ফাঁকি 

সত্য কথা বলি। 


খেলতে গিয়ে ঝগড়া করি 

নালিশ করে যারা, 

এক হাতে কি বাজে তালি 

ভালো মানুষ তারা ?

Post a Comment