শান্তির প্রত্যাশা
চঞ্চল সেখ
বারুদের গন্ধে ভরা বাতাশ
আকাশটা আজ কালো ধোঁয়াছন্ন
পৃথিবীর মানচিত্র পাল্টাতে ওরা বড় ব্যস্ত ,
জানিনা আর কত দিতে হবে আত্মাহুতি৷
জাতিসংঘের নামে সারা বিশ্বে আজ জাতিসংঘাত ৷
স্বৈরাচারী শাসক গণতন্ত্রের নামে গণবিরোধী গণহত্যা৷
অযোগ্যের হাতে লাগাম ফলে বিশ্ব আজ আঁধারে পতিত ৷
ইতিহাস সাক্ষী আছে তার প্রমাণ প্রাচীন জীবাশ্মে৷
যুদ্ধবিরতি হবে কি জানিনা,
শান্তির প্রত্যাশা কি স্বপ্নই থেকে যাবে,
আর কতদিন শুনবো শিশুর চিৎকার আর্তনাদ আর কত বাড়বে লাশের কাতার ৷
ক্ষান্ত হোক,
যুদ্ধ নয় শান্তির আশায় রয়েছি
নৈরাজ্যের রাজনীতি আর নয়,
চাই শান্তিমুক্ত এক নব গণতন্ত্র৷
চঞ্চল সেখ
পূর্ব বর্ধমান