ফাগুণ
সমীর
কুমার বন্দ্যোপাধ্যায়
ফাগুণ
এবার নামলো ধারাগিরির পথে
প্রকৃতি
খেলছে হোলি মেলা রঙের বাহারিতে
চর্মচক্ষু
সার্থক হলো
দুচোখ
আমার সেই জুড়োলো
ভাসলাম
যখন বুরুডির জলে
মনে
হয় প্রাণটা দোলে
ফুলডুংড়ির
গাছে গাছে
কত
রঙ লুকিয়ে আছে
এখানে
যখন সুবর্ণরেখায়
সূর্যিমামা
ভেঙে ভেঙে যায়
প্রাণটা
জুড়ায়
ঘুরতে
এসে ঘাটশিলায়।
ফাগুণ
সমীর
কুমার বন্দ্যোপাধ্যায়
ফাগুণ
এবার নামলো ধারাগিরির পথে
প্রকৃতি
খেলছে হোলি মেলা রঙের বাহারিতে
চর্মচক্ষু
সার্থক হলো
দুচোখ
আমার সেই জুড়োলো
ভাসলাম
যখন বুরুডির জলে
মনে
হয় প্রাণটা দোলে
ফুলডুংড়ির
গাছে গাছে
কত
রঙ লুকিয়ে আছে
এখানে
যখন সুবর্ণরেখায়
সূর্যিমামা
ভেঙে ভেঙে যায়
প্রাণটা
জুড়ায়
ঘুরতে
এসে ঘাটশিলায়।