নবী প্রেমের ছড়া - সালাহুদ্দিন সাঈদ


নবী প্রেমের ছড়া

সালাহুদ্দিন  সাঈদ

 

এক.

নবীর প্রেমের লিখবো ছড়া করি যখন মনস্থির

ভাষার সকল শব্দে এসে কলম ডগায় জমায় ভিড়।

 

কাকে ছেড়ে লিখবো কাকে সবার মনেই প্রেম গভীর

সবাই শোনায় স্বপ্ন তাদের ছন্দ হতে শ্যাম ছবির।

 

স্বপ্ন তাদের করতে পুরণ কলমটা হয় কন্ঠক্ষীণ

নবীর প্রেমের ছন্দ আমার তাই রয়ে যায় শব্দহীন।

 

দুই.

স্বপ্ন আমার, হতাম যদি মরুভূমির ধুলি

কিংবা সবুজ ওই মিনারের রং মাখানো তুলি।

 

কিংবা নবীর নামায বেলার অজুর পানির ঘট;

নবীর গায়ে দাগ বসানো খেজুর পাতার চট।

 

কিংবা নবীর মুক্তোঝরা দাঁত মাজনের ডাল

স্বপ্ন ছিল হতাম যদি নবীর পরা শাল।

 

তিন.

রাসূল আমার রোজনামচা রাসূল প্রথম ছড়া

রাসূল আমার ভোর-বিহানের দুরূদ-সালাম পড়া।

 

আমার সকল গল্প-কথা রাসূল প্রেমের তরে

তারই প্রেমের গানের কলি বাজে আমার স্বরে।

 

জানতে কি চাও নবীর সিরাত জীবন-উপখ্যান

আমর নবীর সিরাত সেতো পবিত্র কুরআন।


!! সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!!

Post a Comment