জনগর্জন ।অনুপ কুমার জানা। প্রতিবাদী কবিতা


জনগর্জন 
অনুপ কুমার জানা


চলছে চুরি চলছে ছিনতাই
চলছে সাথে লুটপাট ,
রাণীর রাজ্যে অন্যায় সবকিছু
চুকেছে ন্যায়ের পাঠ

চুলোয় গেছে রাজ্যের আইন
প্রশাসন আজ ব্যর্থ ,
শ্লোগান উঠছে শহরে গ্ৰামে
পুলিশ মন্ত্রী অপদার্থ !

স্কুল কলেজে হয় না পড়াশুনা
হয় না শেষ সিলেবাস ,
শিখছে না কিছু ছাত্র-ছাত্রী
তবুও সবাই পাশ

পাচ্ছে না সুযোগ জাতীয় লেবেলে
নিঃশেষ আজ বাংলা ,
উঠেছে ওপরে বিহার , উড়িষ্যা
বঙ্গের ভাগ্যে কালবেলা

ইণ্ডাস্ট্রী তাড়িয়েছে মহারাণী
মানুষের ভাগ্য ভাতা ,
হাজার , বারোশ মিলবে মাসে ,
বহাল তবিয়তে নেতা !

এনেছে সাদরে সীমান্তে রোহিঙ্গা
জিতিয়েছেও কয়ক সন ,
হয়েছে শিকার ওদের মহিলারা
কেউ লাঞ্ছিত , কেউ ধর্ষণ !

শাহজাহান উঠেছে গ্ৰামে গ্ৰামে
কেড়েছে মা-বোনেদের ঘুম ,
চাকরি নেই 'রাজ্যে আজ
উৎসব মোচ্ছবের ধুম

মিলছেনা আজ যোগ্যদের সম্মান
অযোগ্যদের পুরস্কার ,
'
হাম্বা হাম্বা , খাম্বা খাম্বা ' লিখেই
সাহিত্য একাডেমী পুরস্কার

তুলছে রাণী জনগর্জনে আজ
'
অসাংবিধানিক আমার প্রাণ ,
চোর , শয়তান , ধর্ষকদের তাই 
দিতে হবে সম্মান

Post a Comment