নারী শিক্ষা রচনা ।পুরুষ থেকে নারী শিক্ষা বেশী জরুরি।নারী শিক্ষার গুরুত্ব রচনা

পুরুষ থেকে নারী শিক্ষা বেশী জরুরি
ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

মানুষ কেউ- মুসলমান হিন্দু বৌদ্ধ খৃষ্টান হয়ে জন্ম নেয় না।  চোর গুন্ডা মিথ্যাবাদী অত্যাচারী হিংসুটে বদমায়েশ ধোঁকাবাজ লুটেরা ভূমিদস্যু মিথ্যা বাদী মসজিদ মন্দির

মাদ্রাসার ক্যাশ চোর  খুনি ধর্ষক হয়ে জন্ম নেয় না!

সবাই বড় হয়ে তার ধর্ম চিরাচরিত পারিবারিক টা গ্রহন করে আর যত পাপ পথ তার অর্থবিত্তের লোভ মাথায় ভর করে বেছে নেয়।

ঘরের সহধর্মিণী যদি শিক্ষার আলোয় আলোকিত হয় তার দ্বারা নষ্ট পুরুষ টা অনেকাংশে ভালো পথে ফিরতে পারেন! অন্য একটা কারনে নারী শিক্ষা জরুরি, অতিব জরুরি।  মানুষ সব পশুপাখির থেকে শারীরিক গঠনে নোংরা। anatomy বিশ্লেষণে পুরুষ থেকে নারীর শরীরের ডিসচার্জ পয়েন্ট গুলো বেশী ব্যাকটেরিয়া জন্ম দেয়। যেমন ঘাম নারীর বেশী হয়।

আ্যাক্রাইন,আ্যাপোক্রিন সিবেশাস তিন গ্রন্হি জন্য

ঘাম তৈরি হয়।  ঘামের নিজের গন্ধ নাই কিন্তু ত্বকের সংস্পর্শে এসে মাইক্রোবাইওটার বিপাকে দারুন গন্ধ তৈরি করে!  এই গ্রন্থি থাকে বগলে, কুচকিতে, বুকে, যৌনাঙ্গে।  তাছাড়া গরমে ঘাম বৃদ্ধি পায়, নারীকে সারা দিন রাতের বেশ কয়েক ঘন্টা আগুনের কাছে থাকতে হয়,  মুসলমান নারীকে যত গ্রীষ্মের কাঠ ফাটা রোদ হোক দশগজ কালো কাপড়ের বোরকা থেকে হাতে দস্তানা পরতে হয়, শুধু দুটো চোখ বাইরে রাখা নিয়ম। অথচ কুরআন গীতা তৌরিত এমন কথা বলা হয় নাই!

আমি ধর্মে যাবো না,  শুধু বলবো এমন ভাবে ঘর্মাক্ত নারী ব্যাকটেরিয়ায় জর্জরিত তারপর অতিরিক্ত ওজন, মাসিক মনোজ, যৌনাঙ্গ রোগাক্রান্ত হচ্ছে নোংরা পুরুষ আচরনে এবং বিভিন্ন ধরনের স্রাব তাকে নোংরা থেকে নোংরা করছে তা থেকে পরিত্রান পেতে নারীকে শিক্ষিত হওয়া প্রয়োজন,  মোট কথা শিক্ষা পেলে তিনি হবেন ছোটখাটো পারিবারিক ডাক্তার সেবক এবং পারিবারিক  সুস্বাস্থ্যের নিশ্চয়তা প্রদানকারী।  অথচ এই নারীকে বুক খুলে গোসল করার, শরীরের অঙ্গ প্রতঙ্গ ভালো ভাবে পরিস্কার করা ব্যবস্হাই নাই অনেক পরিবারে।  মাথায় একটু জল ঢেলে তার স্নান শেষ। তেমন নারীকে নিয়ে সংসার করছেন,  পুরা পরিবারকে নোংরা হাতে খাওয়াচ্ছেন, স্বামী আহম্মকের মত সেই নারীকে ভোগ করছেন অথচ তার স্বাস্হসচেতনতার দিকে নজর নাই।

এমন কি হাদিস তৈরি করেছেন, নারী অঙ্গ সহবাসের সময় চাদরে ঢেকে দাও তা না হলে শয়তান অংশ নিতে পারে!  ওয়াজ থেকে শোনা।

নারীকে শিক্ষিত করুন, পরিবারকে সুরক্ষা দিন, নারী পরিবারের প্রথম শিক্ষক।  তিনি সন্তানের প্রথম গুরুত্বপূর্ণ পথপ্রদর্শক। বাথ রুমে সমস্ত কাপড় খুলে নিজেকে পরিচ্ছন্ন করলে আজীবন জাহান্নাম এমন হাদিস বা ওয়াজ থেকে বিরত থাকুন বরং নারীকে গোলাপের মত সুগন্ধি সৌন্দর্য রাখতে তাকে অজানা ধর্মের বেড়াজালে না বেঁধে শিক্ষা দিন, স্কুল কলেজ বন্ধ করবেন না, আপনি নোংরা নর্দমায় স্নান করছেন যা বোঝার বোধ আপনার নাই। আপনি কি খাচ্ছেন, কোন হাতে খাচ্ছেন তা জানলে আপনি নিজেও বমি করবেন! তাই নারীকে শিক্ষিত করুন,  আপনিও সুশিক্ষায় শিক্ষিত হউন। 

ভালো থাকেন সুস্থ থাকেন, নরীও মানুষ এমন ভাবনা দিলে ঠাই দিন!  নারী নোংরা হওয়ার সম্ভাবনা অনেক অংশে পুরুষ থেকে বেশী তাই তাকে পবিত্র রাখার জ্ঞান হচ্ছে শিক্ষা,  তাকে শিক্ষিত করুন। আপনার মেয়ে সন্তান স্কুলে দিন।  নারীর হাতে সংসার সন্তান জীবন তাকে পরিচ্ছন্ন থাকার জন্য শিক্ষা অতিব জরুরি। হতে পারে আপনার সহধর্মিণী পতিতা পল্লীর একজন নারী থেকে- বেশী রোগ বহন করছেন যা তিনি জানেন না আর এজন্য আপনি দায়ী।  কোন কোন স্বাস্থ্য সংস্থা নারীকে একদিনে দু'বার স্নান করতে বলেছেন। নারীকে বেশী ঘুমাতে বলেছেন যা তার কপালেই নাই!

Post a Comment