একটা কবিতা
মোঃ জাবেদুল ইসলাম
আমি লিখতে চাই একটা কবিতা,
যেখান মানুষের লেখা আছে দুঃখ
বেদনা আর হাসি কান্নার কথা।
আমি লিখতে চাই এমন একটা,
কবিতা যেখানে থাকবে না অনিয়ম
দুনীতি অনাচার আর ব্যবিচার।
আমি একটা কবিতা শুধু লিখবো,
সেখানে থাকবে না কোনো অন্যায়।
সেখানে থাকবে লেখা ন্যায়ের কথা।
থাকবে লেখা আরও ভালোবাসা।
থাকবে না সেখানে এতটুকু ঘৃণার,
থাকবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ।
আমি এমন কবিতা,লিখতে চাই,
সেখানে শিশুদের অধিকার লেখা।
যেখানে থাকবে নারীর অধিকার
বৃদ্ধ বাবা মায়ের বাচার অধিকার।
এমনই একটা কবিতা লিখব আমি,
যেখানে থাকবে না জুলুম খবরদারী।
যেখানে থাকবে না মিথ্যা আর ধোঁকা,
আমি এমনি কবিতা লিখতে চাই।