রাম মন্দির ইতিহাস। বাবরি মসজিদ ইতিহাস


বাবরি মসজিদ রাম মন্দির খেলা!
ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

বৃটেনের পর বিশ্বে দ্বিতীয় গনতান্ত্রিক দেশ ভারত! অযোধ্যায় বাবরি মসজিদ হাজার ১৫ লোক ভাঙার সময় প্রধানমন্ত্রী ছিলেন মিঃ নর সীমা রাও।  কেন্দ্রীয় মন্ত্রী ফতেদার তার আত্মজীবনীতে লিখেছেন, মন্ত্রী পরিষদ সভায় ঢুকে যখন বললাম, "বাবরি মসজিদ গুঁড়িয়ে দেয়ার জন্য মিঃ রাও দায়ী, তিনি রক্ষার কোন পদক্ষেপ নেন নাই।"

মিঃ রাও তাকিয়ে রইলেন, কোন প্রতিবাদ করলেন না!

তবে ধার্মিক সেই লোকটা প্রথম যে হাতুড়ি চালিয়ে ছিলো মসজিদ মিনারে "বলবির সিংয়ের বাবা।  তিনি বলবিরকে দল সরকার রেডিও টিভিতে অনেক সন্মান প্রদান প্রচার পাওয়ার পর বাড়ী ফিরলে তার বাবা বলেছিলেন, " "ওরে নরাধম কোন উপসনালয় ভাঙা যায় না"।একই বাড়ী নিজ সন্তানের সাথে থাকেন নাই!  করসেবক বা শিবসেনা বলবিরের বাবা কে আজ আমার দেখা ধর্মনিরপেক্ষ স্রষ্টার আসল ধার্মিক মনে হয়! " প্রায় ৫০০ বছর আগের বাবরি মসজিদের ঠিক জায়গাটায় রাম মন্দির স্হাপিত হয়েছে ১৮০০ কোটি টাকা খরচে। বিমান বন্দর নির্মান খরচ হাজার শত ৫০ কোটি টাকা। উদ্ভোদনে মহোৎসব খরচ ১০০ কোটি টাকা। বিমান বন্দরের নাম ধর্মীয় করা হয়েছে, "শ্রীরাম বিমান" বন্দর। মন্দিরের টাকার বৃহৎ অংশ জোগাড় করেছেন রাম ভক্ত এবং প্রচারক "মোরারি বাপু,  ভারত আমেরিকা কানাডা থেকে।

রাম মন্দির ট্রাস্ট সম্পাদক চম্পা রাই বলেছেন ব্যাংকে জমা পুরা বাজেট হাজার কোটি টাকা। গুজরাটের বিষ্ণু উমিয় মন্দির খরচ ছিলো হাজার কোটি টাকা!  সিএনএন বলেছে, ভারতের সব চেয়ে ব্যবহুল স্হাপনা " রাম মন্দির" বিজেপির ৫০ বছরের স্বপ্ন! আয়তন ৯৫ হাজার বঃ ফুট, ৩৯২ টি পিলার,

৪৪ টি দরজা, দেয়ালাে বিভিন্ন দেবদেবীর মূর্তি খোদাই, ভগবান রামের বছরের মূর্তি স্হাপন।

মন্দিরের ভিতর অংশ স্বর্ন খচিত,  গ্রানাইট পাথরে  রামের মূর্তি! একজন ১০১ কেজি স্বর্ন দান করেছেন!

ভারতের অর্থনৈতিক অবস্হা বিশ্বের স্হানে। অবশ্য মাথাপিছু আয় ব্যক্তি জীবন যাত্রা অনেক পিছনে বলে উল্লেখ করা হয়েছে আন্তর্জাতিক রিপোর্টে! অবশ্য আমি লেখক হিসাবে একটা কথা উল্লেখ করতে চাই, এত দানবীর রাম মন্দিরের জন্য এবং লন্ডনে এক মুসলমান ব্যবসায়ী ৫০০ কোটি টাকা বাবরি মসজিদের জন্য ঘোষনা করেছেন!

অথচ করোনা মহামারীর সময় এই দুই ধর্মের দানবীরদের এগিয়ে আসতে দেখি নাই যখন অক্সিজেন অভাবে ভারত হাসপাতালে মানুষ মারা গেছে, জ্বালানি অভাবে লাশ পোড়াতে অসুবিধা হয়েছে শশ্মানে, স্বামীকে বাঁচাতে স্ত্রী মুখ দিয়ে স্বামীর মুখে সারারাত ফু দিয়ে অক্সিজেন দেয়ার চেষ্টা করেছেন। বাংলাদেশের করোনা ক্রাইসিসে আজ ৫০০ কোটি ওয়ালাকে মুসলমানের পিছে দাড়াতে দেখি নাই।

ভারতে কবরস্থানে জায়গার অভাবে দাফন করা কষ্ট হয়েছে!

আসলে আমরা দক্ষিণ এশিয়ার লোক গুলো "মানব প্রেমই ধর্ম" বুঝি না যা ঈশ্বরের মুল মন্ত্র, আর স্বর্গ-নরক সারাজীবনের কর্মফলে মিলবে তা জানি না।  শো ধর্ম সবচেয়ে ভালো বুঝি যা বিশ্বের সভ্য দেশ হিসাবে খ্যাত দেশগুলোর লোকগুলো মানব সেবাকে ধর্ম মনে করে গির্জায় স্বর্ন ঢেলে ঈশ্বর প্রিয় হওয়া যায় তা একদম তাদের ডিকশনারি তে নাই। ধর্ম ধোকা হিন্দু মুসলমান এই দুই ধর্মে দারুন কাজ করে।  তাই আলজেরিয়া সাড়ে সাতহাজার কোটি টাকার মসজিদের উপর হেলিপোর্ট করেছে!

বাবরি মসজিদের জন্য সরকার একর জমি বরাদ্দ করেছেন!  অবশ্য তা পূর্বের বাবরি মসজিদ থেকে অনেক দূরে উত্তর প্রদেশের এক গ্রামে!  এই মসজিদের জন্য "আসিফ আজিজ" নামক একজন লন্ডনে ব্যবসায়ি ৫০০ কোটি দান করেছেন, করোনা মহামারীর কবরের জমি বা শশ্মানের জমি কিনতে কিন্তু হাত বাড়ান নাই! আসলে মানুষ ধার্মিক নয় ফেমাস হতে চায়।  মানুষ যুক্তির নয় প্রবৃত্তির সন্তান সে নাম যশ খ্যাতি চায়,  স্বর্গ বেহেশতের পথ এটাই মনে করে মানব সেবা নয় যা ভগবান /আল্লাহ /ঈশ্বর চান।

পাঞ্জাবের অমৃতসরের স্বর্ন মন্দির ৫০০ কেজি স্বর্ন দিয়ে তৈরি।  ভগবান আল্লাহ ঈশ্বর স্বর্ন হীরা জহরত বেশী পছন্দ করেন নাকি মানবতা মনুষ্যত্ব? ৪৩০০ ধর্ম বিশ্বে। মুসলমানদের কুরআনে বলা হয়েছে,"আমার পাহাড় সমান পাপ করে হাত তুলে ক্ষমা চাইলে "আমি আল্লাহ",  দুনিয়া সমান ক্ষমা নিয়ে হাজির হবো কিন্ত মানুষের সরিষা পরিমান ক্ষতি অন্যায় অত্যাচার নির্যাতন কোর না,  আমি ক্ষমা করতে পারবো না যতক্ষণ ব্যক্তি ক্ষমা না করবে!"ঃ

অমৃতসরের স্বর্ন মন্দির, যে মন্দিরে সেনা অভিযান চালানোর জন্য highly talent warrior of India শ্রীমতী ইন্দ্রা গান্ধীর হত্যা হওয়ার বড় কারন!

Post a Comment