
শান্তনু গুড়িয়া

অভিমানী অক্ষরমালা
শান্তনু গুড়িয়া
আমাকে যত যন্ত্রণা দাও, সহ্য করতে পারব
সহ্যেরও অতীত হলে ;
তোমায় বিরক্ত করব না,বরং দূরে ---বহু দূরে
কোথাও যাবো চলে।
অবিশ্বাসের খাল পেরিয়ে ভালোবাসার জালে
আটকে গেছি, প্রিয় আমায় কেন যে বাঁচালে !
ভুলে গেছি নিজস্বতা
নয়তো এ যে কথার কথা ---
জলের ভিতর মাছের মতন
পরম আশ্চর্য সে সন্তরণ,
রক্তে-মাংসে কোন লুকানো রতন
যদি বা হদিশ দিলে ;
এক জীবনে যতটুকু প্রাপ্য
তার চেয়ে অধিক কিছু দিলে।
জীবন আমার কাটছিল দিব্য
হাজার গরমিলে।
ইচ্ছেগুলো উসকে দিয়ে
দু'চোখে রঙিন স্বপ্ন সাজিয়ে
বলো, ফিরিয়ে কেন নিলে ?
-----------------------------
হাওড়া, পশ্চিমবঙ্গ, ভারত