তোমার
হাতটি চাই।
এ এইচ এম
নোমান চৌধুরী (এ্যানী)
ইসলাম
আজ পিছিয়ে কেন ?
আলেম
সমাজ কই ?
রাষ্ট্র-সমাজ বিনির্মাণে
নিরব
কেন রই ?
রাজনীতি
আর অর্থনীতি
ক্যান
যে ওদের হাতে ?
ইসলামে
কী রাজনীতি নেই
নিয়ম
নীতির সাথে ?
সুদের
গড়া অর্থনীতি
ক্যান
যে বিশ্বমাঝে ?
আলেম-সমাজে চুপ কেন আজ
নামছে
না ক্যান কাজে ?
বিশ্বনবী(সঃ)র জীবন
মাঝে
রাজনীতি
ও ছিল !
কিন্তু
কেন আলেম সমাজ
মুখ
ফিরিয়ে নিল?
সুদ
মুক্ত অর্থনীতির
ভিত
না যদি গড়ে !
লাভ
হবে কী মাদ্রাসা আর
খানকা
আঁকড়ে ধরে ?
জাতির
বিবেক আলেম সমাজ
উঠবে
যদি জেগে ?
ইসলামীয়ত
বিজয় হবে
ঐশী
ঝড়ের বেগে ।
তাই
বলিব! আলেম সমাজ
সব
মতবাদ ছেড়ে !
বীরের
বেশে ময়দানে যাও
বিজয়
আসবে তেড়ে ।
রাজনীতি
আর অর্থনীতি
নাও
তোমাদের হাতে !
মহান
রবের সাহায্য চাও,
রোজ
প্রতিটি রাতে ।
বিজয়
দেওয়ার মালিক তিনি
দেবেন
তো নিশ্চয় !
খানকাতে
পীর ময়দানে বীর,
পিছপা
যদি না হয়।
মর্যাদাতে
আলেম তোমার
সমকক্ষ
নাই,
রাষ্ট্র-সমাজ বিনির্মাণে
তোমার
হাতটি চাই।