আলু নিয়ে কবিতা।কবি গরিবের মিরাজ ভাই

আলুর কবিতা
কবি গরিবের  মিরাজ  ভাই

এক যে ছিল আলু,

খেতে মনে হয় বালু।

কেন তা জানেন?

আগে আলু কিনে আনেন।

গুড়েবালি নাম টা শুনেছেন নিশ্চয়ই, 

তাহলে বালির মর্মার্থ বুঝবেন অবশ্যই।

পোড়া আলু, আলুর দম, আলুর চপ,

এক সময় যে খেতেন কপাকপ।

এগুলো ভুলে যান এখন,

না হয় জেলে পঁচবেন তখন।

ভাবছেন, করবেন প্রতিবাদ!

এটাইতো তাদের ফাঁদ!

যত করবেন আন্দোলন,

ততই তাদের বিনোদন।

কী ভাবছেন, খাওয়া বন্ধ করবেন?

তাহলে আপনি কী খাবেন?

অবৈধ টাকা যাদের কারবার,

কীসের তাদের চিন্তার?

বাড়তে থাকুক আলুর দাম,

পড়তে থাকুক শ্রমজীবীর ঘাম।

কিছুই যখন করার নাই,

একটা উপদেশ দিয়ে যাই।

জান্নাত যদি পেতে চান,

আলুর জন্য প্রতিবাদ করে শহীদ হয়ে যান।

Post a Comment