কেন
লেখালেখি করি বা লেখক কে?
নাঈম
ইসলাম বাঙালি
===============
অনেকেই শখে বসে লেখালেখি করি আবার অনেকেই এটাকে পেশা হিসাবে বেছে নিয়েছি।আবেগে অনেক কিছুই করা যায় কিন্তু একটা কাজ করে পেশা হিসেবে বেছে নেওয়ায় কঠিন। নিয়মিত লেখালেখি করা এটা একটা পেশা কিন্তু আসলে লেখালেখি একটা পেশা হতে পারে না এটা একটা নেশা। প্রকৃত লেখকের লেখালেখি একটা আত্মার খোরাক। লেখক সবসময় একটা নতুন শব্দ খুঁজতে তৃষ্ণনার্থ হয়ে থাকে ও প্রকৃতির অনুসন্ধানে তারা সবসময় নিয়জিত। প্রকৃত লেখক কখনো লাভ ক্ষতি বা লেখালেখি করে সময় ব্যয় হচ্ছে এটা হিসাব করে না। আর এসব চিন্তাভাবনা থাকলে কখনো লেখক হওয়া যাবে না। একমুঠো ভাত না খেলে যেমন মানুষ বাঁচতে পারে না তেমনি লেখকরাও প্রতিদিন কোনো কিছু না লেখতে পারলে তাদের আত্মা মরে যায়। আমি সবসময় একটা কথা বলে থাকি, নিরবতার মাঝেও এক ধরণের আনন্দ রয়েছে যা আমি সাহিত্য রচনার ক্ষেত্রে অনুভব করি। এটাই লেখকের চাওয়া বা বৈশিষ্ট্য তারা সবসময় নতুন একটি শব্দ বা ছন্দ পাঠকদের মনে দোলা দিতে চায়। আমার দৃষ্টিতে লেখক শব্দটি দুইভাগে বিভক্ত হয়ে আছে। পৃথিবীর সকলেই লেখক যারা কলম ধরতে শিখেছে, কেউ লেখালেখি করে ব্যক্তিগত স্বার্থ হাসিল করে আবার কেউ লেখালেখি করে নিজের স্বার্থ ত্যাগ করে।