আছো জীবন জুড়ে
বাপী নাগ
নাই বা ভালবাসলে তুমি আমায়।
ভীষণ ভালোবাসি আমি তোমায়।
নাই বা থাকলে আমার এই ঘরে।
তুমি আছো আমার জীবন জুড়ে।
হৃদয়ে রেখেছি আমি খুব যতনে।
নাই বা তুমি রাখলে আমায় মনে।
তুমি ছাড়া এই ভুবনে বড়ই একা।
পরকালে হবে আবার সেই দেখা।
তোমার স্মৃতি রইবে আমার বুকে।
সারা জীবন ভালোবেসেছি যাকে।
শত মানুষের ভিড়ে হারিয়ে যাবো।
তবু আজীবন তোমায় মনে রাখব।
দুঃখের আকাশে সাগর ভরা ঢেউ।
দুঃখেরি জীবন দেখলো না কেউ।
এই মনের মাঝে রেখেছি তোমায়।
চিরজীবন ভালবাসবে তো আমায়।
তোমায় ছাড়া আজও দিন কাটে।
স্মৃতিগুলো যত্নে দুঃখের মালাটে।
আমার এ মনে থাকবে খুব যতনে।
তুমি বন্ধু ভালো থেকো এ জীবনে।