ডাক্তারের
তিক্ততাপূর্ণ মনোভাব
( কথোপকথন)
মোর্শেদা
চৌধুরী এ্যানি
তাং
: আসসালামু
আলাইকুম। আমি কি আসতে পারি?
:(মনে
মনে সালামের উত্তর) আসুন,
রোগী কে? আপনি না উনি?
: আমার মা।
: কি
সমস্যা?
: স্যার,
উনার বর্তমানে ঠান্ডা,শারা শরীরে ব্যথা।
: আগে
কি ডাক্তার দেখিয়েছেন? কোন ডাক্তার?
: জি
ডাক্তার দেখিয়েছি। আমার মায়ের ডায়বেটিস, প্রেসার, আবার কিডনির একটু সমস্যা আছে। মাহাবুব আলম শিকদার স্যারকে নিয়মিত দেখাই। আজ উনি নেই
এ জন্য আপনার নিকট এসেছি।
: ডায়বেটিস
মেপেছেন? মাত্রা কত? কোথায় মেপেছেন?
: জি
খাওয়ার আগে ৮ খাওয়ার পর
১০। 'বি' সরকারি হসপিটালে মেপেছি।
: এগুলো
হবেনা। আপনি একটা ফার্মেসী থেকে ডায়বেটিস মেপে আমাকে দেখাবেন।
:কেনো
স্যার? 'বি' সরকারি হসপিটাল একটি ঐতিহাবাহী হাসপাতাল আবার চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠতম অর্জন করেছে। আবার শুনছি ঐ হসপিটালে আপনি
নিয়মিত সরকারি ডাক্তার হিসেবে নিয়জিত আছেন। স্যার, আমার মা গাড়ি জার্নি
করে কুমিল্লায় এসে ডাক্তার দেখানো অনেক কষ্টকর। জার্নি করলে দূর্বল হয়ে পড়ে। তাই বলছিলাম কি? আপনি তো ঐ 'বি'
হসপিটালে নিয়মিত রোগী দেখেন আপনার নিকট আমার মাকে কোনো সমস্যা হলে নিয়ে যাবো কেমন?
: না,
আমি মাঝে মাঝে ঐ হসপিটালে যাই।
আমার নিকট আসলে কুমিল্লা ইবনে সিনায়ই আসতে হবে।
: স্যার,
আপনার এই আশ্চর্যজনক কথায়
আমি হতবাক! আপনি একজন সহকারি চিকিৎসক হয়ে এভাবে একটা সনামধন্য সরকারি হসপিটালের বদনাম গাইছেন? একজন সচেতন ব্যাক্তির সাথে এমন আচরণ করছেন? আর গরীব অসহায়
রোগীর সাথে কেমন আচরণ করেন এটাতো আমার জানা হয়ে গেছে। এমন আচরণ করলে জাতি আপনাদের নিকট কি আসা করবে
বলুন?
: আপনি
এখন আসতে পারেন।
: আমি
চলে যাচ্ছি আমার মাকে নিয়ে।
(তবে
আপনার মতো কসাই, লোভী, ডাক্তারের নিকট আর কোনোদিন যেনো
না আসতে হয়।) ( মনে মনে)