লেকচারবাজ - বিজুরিকা চক্রবর্তী

বিজুরিকা চক্রবর্তী


লেকচারবাজ
বিজুরিকা চক্রবর্তী
------------------------------------------------------
ভদ্রতা ধুয়ে পান করি আমি, 
মুখে মিছরির জল, 
দরকারে মোটে পাবে না আমায়-
আমি ব্যস্ত কেবল! 

তাই দেখো আমি মাথাতেই আছি, 
তুমি থেকে যাও পায়ে, 
আমার আচরণ পুরো ঠিকঠাক, 
তোমারটা লাগে গায়ে;

আমার কথার প্রাধান্য খুব-
মনে থাকে সব্বার, 
তোমার কথার গুরুত্ব কম-
ভুলে যাওয়া দরকার;

আমি সব জানি, সবকিছু বুঝি, 
তুমি বোঝো খুব কম, 
তাই আমি আজ আপন সবার-
আর তুমি এরকম! 

সব ব্যবহার সঠিক আমার, 
আমি বড়ই সুশীল;
তুমি যাই করো অভদ্র বড়! 
ক্ষমা করা মুশকিল;

তুমি খেটে মরো, আমি তো রয়েছি-
মতামত দিতে বেশ;
যাই করো তুমি আসলে কিন্তু-
আমার কথাই শেষ! 

তোমার মতন রয়েছে বেজায়-
অভদ্র চারধার, 
আমি জানি কোন সময়-
তাদের কতটুকু দরকার;

জানো কি আসলে
কোন খানে ঠিক পিছিয়ে রয়েছো আজ ? 
গুছিয়ে শেখোনি যে বিষয়-
তার নাম 'লেকচারবাজ' ।। 

Post a Comment