ভালোবাসা
নজর উল ইসলাম
কত নিবিড় ফুল স্ফুটিত সাধের জীবনে হৃদির বাঁধন
অমর রঙ্গন দেহঘরে সাজিয়ে সময়ের চোখ ফাঁকি দিই প্রতিদিন
স্বপ্ন-সখ্যতায় আকাশের চাঁদ জোছনা মুখর দিবানিশি
চেনা অচেনা ছন্দকাননে ডুবি আর ভাসি অন্তর্দ্বন্দে
কেন এত হাহাকার পোষে নদী কেন বর্মিজ মেঘরাজ্য
আমরা তো আগুনের গা-ধরে উঠেছি নামিয়েছি রোদ্দুর
তাও ডুবে গেল ফুটন্ত চাঁদ খুলল না চিত্রিত দোর
গহনে ছিল মাত্রাছাড়া লুকনো সর্বনাশা হায়না-চোখ
এক অনন্য ভুবন এঁকে ছড়াব জলের বিধির বিধান
সংসর্গে উতল হাওয়ায় বেলা কেটে যাবে মধু-জীবন
উশখুস মন ডানা সাঁতরে রূপসাগরে সুলগ্ন অবর্ণন
বিশাখার পাখি মধুমাল্যে চুম্বনরত কথাশিল্পে
মনপোষা মায়ারাতে দিব্যি দেবে না তো ফুলের আলো নেভাতে
কচি ঘাসেরা খুনসুটি হেসে মুগ্ধ মিশ্রবৃত্তে,সহাস্যে;
মায়াজন্মের আখেরে কী লাভ শুয়ে শুয়ে গুনব দু'জনে
পাশ ফিরে তুমি বলে দিও ভালোবাসা অনন্তে ছড়িয়ে যাক...
নজর উল ইসলাম
পশ্চিম বিবিপুর, বেগমপুর, বসিরহাট, উত্তর ২৪ পরগণা,
পশ্চিমবঙ্গ, ভারত,