বই পড়ে জ্ঞানী হওয়া যায় এটা সত্যি কিন্তু বড় লোক হওয়া যায় এইটা বই ব্যবসায়ীদের একটা চটকদার পরামর্শ। পৃথিবীতে একটা জ্ঞানী লোক দেখাতে পারবে না কেউ, যে পড়াশোনা করে বড় লোক হয়েছে। বরং বড় লোক হওয়ার পরেই জ্ঞানী হয়েছে বলতে পারেন। কারণ, মানুষ এমনিতেই বড় লোকদের সবসময় জ্ঞানী মনে করে প্রধান অতিথির চেয়ারে বসায়। যেমন: আমাদের চারপাশের ইয়াবা ব্যবসায়িগুলো একেকটা মহাজ্ঞানী ভাবে নিজেকে, ঠিক সেই রকম জ্ঞানী।
এমনকি
আপনি পড়তে পড়তে পৃথিবীর সব লাইব্রেরী শেষ
করে ফেললে-ও, যদি আপনি
ব্যবসার কৌশল না জানেন বা
কোনো কাজে দক্ষ না হন, তাহলে
আপনাকে কেউ কোটি টাকা Support দিলে-ও আপনি আবার ঘুরিয়ে-ফিরিয়ে গরিব হয়ে যাবেন। জ্ঞানী হওয়া আর বড় লোক
হওয়া এক জিনিস নয়। তবে,
বই মানসিক চিকিৎসা। পৃথিবীতে সব উন্নতি অবনতি
হল নেশার মত। যার বড় লোক হওয়ার
নেশা, সে যে ভাবেই
হোক একদিন না একদিন বড়
লোক হবে আর যার জ্ঞানী
হওয়ার নেশা, সে জ্ঞানী হবে।
তবে,
সবার নেশা এক নয়। কাকতালীয়ভাবে
কোনো জ্ঞানী যদি বড় লোক হয়েই
যায় তাহলে সেটা ব্যতিক্রম। আর সেই ব্যতিক্রম
টা আপনিও হতে পারেন। সুতরাং, বই
পড়তে থাকুন, ব্যতিক্রমীভাবে আপনি বই পড়ে বড়
লোক হতে না পারলে-ও,
আপনাকে যেই মানসিক শান্তি দেবে সেই শান্তি বড় লোক হয়ে-ও পাবেন না। বড়
লোক হয়ে নারী, ক্ষমতা
আর অর্থের লোভ না বাড়িয়ে কিছুটা
জ্ঞান নিয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়ার মধ্যে জান্নাতের সম্ভাবনা তুলনামূলক বেশি থাকে।
লেখক:
মো: মিরাজ উদ্দীন, প্রভাষক, ইংরেজি বিভাগ, গাছবাড়িয়া মমতাজ বেগম কলেজ, চন্দনাইশ, চট্টগ্রাম।