পুরুষের জীবনে নারীর অপরিহার্যতা!
ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
পুরুষের
জীবনে নারী অবশ্যই অপরিহার্য আবার
নারীর জীবনেও পুরুষ অপরিহার্য! সাধারনত
ধরে নেয়া হয় ভরন পোষণ
স্হায়ী যৌনতার জন্য নারী পুরুষের জুটি বন্ধন। আসলে
এসবের বাইরেও একজন পুরুষের নারীর প্রয়োজন। নারী
রাঁধে বাঁধে শাসন করে সেবা দেয় আয় ও করে
বংশবৃদ্ধি করে সেগুলো লালনপালন করে তাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় নেয় এমনি নারী ছাড়া সব পুরুষের অগোছালো
জীবন! আমি নিজে শতভাগ অচল!
যৌন
জীবনের জন্য এখন আর নারীর জন্য
পুরুষ আর পুরুষের জন্য
নারী লাগে না! সেম-সেক্স, ডল সেক্স বিশ্ব
দারুন বিপথে গেছে। জাপানে
৮০% লোক বিয়ে করে না, ২০% বিয়ে করলেও বাচ্চা নেয় না! নারী এবং পুরুষ ডল সেক্স সেম-সেক্স এ ৬০/৭০/৮০% জড়িত।
জাপানের
প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বলেছেন, আর ৫০ বছর
পর জাপানি জাতি নিঃশেষ হয়ে যাবে! ভরতের
আদানি গ্রুপের মালিক বিশ্বের ধনীদের একজন তার স্ত্রী আইপিএল এ বোম্বে ইন্ডিয়ার
মালিক যার ৫০০ এমএলএর এ বোতল জলের
দাম এক লক্ষ টাকা
এমনি রোজ দশ বোতল তার
লাগে সারাদিনে।
তিনি
ডল কিনেছেন স্বামী ছাড়া অতিরিক্ত এনজয় করার জন্য !
প্রিয়
পাঠক বিশ্ব সভ্য হচ্ছে, জ্ঞান বিজ্ঞানে অনেক এগিয়েছে, আড়াই কিঃমিঃ লম্বা ট্রেন করেছে রাশিয়া যার ভ্রমন, ৯ দিনের পথ,
আমাদের চিটাগং কর্ণফুলীর মত সহস্র টানেল
আছে বিশ্বে যা সমুদ্রের নিচ
দিয়ে লন্ডন প্যারিস কে সংযুক্ত করেছে
মাত্র ২ ঘন্টার পথ, এমন
টানেল আছে কোন দেশে যা ৫৫ ঘন্টার
পথ পানির নিচে, আপনার নিজ দেশে তৃতীয় বিমান বন্দর হয়েছে সিঙ্গাপুর চাঙ্কি বিমানবন্দরে আদলে আগামী মাসে বিমান ওঠানামা করবে! বিশ্বের
এত উন্নয়নে মানব জীবনের অবক্ষয় হচ্ছে তা আমি বলবো
না তবে নারী ছাড়া পুরুষ আর পুরুষ ছাড়া
নারী অসম্পূর্ণ জীবন আমার মনে হয়। বিশ্বের
সব সেক্সডল রেসপন্স করে একজন নারীর মত, বিপরীতে
পুরুষ ডলগুলো ও একই রকম
বোধবরাদ্দ আছে!
আসলে
ঈশ্বর সৃষ্ট জুটি না হলে. কিছু
একটা ঘাটতি থেকে যায় যদিও বিয়ে না করার জরিপ
The reasons of avoid Marrige, পড়ে দেখেছি, অধিকাংশ পুরুষ বলেছে, শখ করে ঘরে
ঝগড়া টেনে আনা, নারী বলেছে, আমার যথেষ্ট সামর্থ্য আছে নিজের পেট চালাবার আর বাকী কাজ,
সে জন্য পুরুষ লাগে না! কেউ বলেছে সম্পদের শেয়ারের কথা ইত্যাদি!
ভালো
থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালবাসেন।
জীবন
আপনার আপনি বুঝবেন সুন্দর ভাবে চলার জন্য কোন পথ নিবেন,
সব পথেই জীবন চলে যায় যদিও আমি লেখক হিসাবে বলবো একজন পুরুষ যেমন শেষ সময় পর্যন্ত পুরা সংসার বস্তায় ভরে ঘাড়ে নেয় (ছবিটা খেয়াল করে দেখেন, পথে
বাড়ী পথে ঘর সংসার দুজনের
বস্তার ভিতর) তেমনি
স্ত্রীর হাত ছাড়ে না তেমনি সহধর্মিণী
ও শেষ নিঃশ্বাস পর্যন্ত পিছু ছাড়ে না!
ব্যতিক্রম
যা আছে তা আজীবন ছিলো
থাকবে।