যে কণ্ঠের শেষ সীমায় -চিরঞ্জীব চ্যাটার্জী

যে কণ্ঠের শেষ সীমায় 

-----------------------------------------------------------------------------
সে কণ্ঠের শেষ সীমায় বিচ্ছুরিত একটি মেঘ ছিল ;
ঠিক কালো নয়,নয় সাদা,ছিল নয় গোধূলির আকাশের মতনও! 

যে কণ্ঠের শেষ সীমায় এমনই এক শুধু মেঘ ছিল- 
ঠিক কালো নয়,
অন্ধকার জোস্নার মতো সে-তো-এক মেঘ-
সূর্য আপতিত রশ্মির কোন-কোন রঙ দূর্ভেদ্য যেখানে ![


- চিরঞ্জীব চ্যাটার্জী(এমএ আকাশ)]

Post a Comment