ভারতে মানুষ আতঙ্কিত কেন?
ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
ভারতে
হচ্ছে টা কি? সামনে লোকসভা নির্বাচন, উন্নয়নে
ভারত চীন কে ছেড়ে যায়
যায় অবস্থানে! সামরিক শক্তিতে চার পাঁচে অবস্হান। অর্থনীতি বর্তমান সরকারের চাঙা! প্রতিবেশী রাস্ট্র নেপাল শ্রীলঙ্কা মনকষাকষি থাকলে ও বাংলাদেশ তো
পাশে আছে! আজই বাংলাদেশের ছিনতাই কৃত জাহাজ জলদস্যুর কাছ থেকে ভারত বীরত্বের সাথে ফিরিয়ে আনলো! তিস্তা সমাধান হলে বাংলাদেশ ভারত সোনায় সোহাগা। মমতা
দি মাইল কে মাইল ঘুরিয়ে
তিস্তার জল
দিল্লি
নিয়ে ফেলছেন, সেটেলাইট
প্রমান দিয়েছে !
সে
যাক। এ
সময় C A A প্রয়োগে কি মুসলমানদের আতঙ্কিত
হওয়ার কারন আছে? অমিত শাহ সুন্দর বলেছেন হিন্দুদের বিষয়, বিশ্বে
যেথা হিন্দু নির্যাতিত হবে ভারত তাকে আশ্রয় দিবে। তা
হওয়া উচিত! কিন্ত দাদা বাংলাদেশে তো নির্যাতন হচ্ছে
না বরং দুধে-ভাতে আছে। তারা
এদেশে আয় করে পয়সাটা
নিয়ে ভারতে চলে যাচ্ছে কিছু লোক! এটা তাদের বাপ-দাদার ভিটা, ছাড়া উচিত না।
আচ্ছা
নির্যাতিত মুসলমান কোথায় যাবে, সৌদি
আরব নাকি পাকিস্তান? জিন্নাহ তো তখন মুসলমানদের
জন্য পৃথক রাস্ট্র চেয়ে দাঙা বাধায় দিলেন, গান্ধী
নেহেরু ও আপদ বিদায়
হোক বলে অখন্ড ভারত ভেঙে দুই
টুকরো করলেন, আবার
বংলদেশ কে বেধে দিলেন
১২০০ মাইল দূরের এক নিষ্ঠুর মানসিকতার
লোকদের লেজে ! ভারতে পাকিস্তান থেকে বেশী মুসলমান থেকে গেলো!
রোহিঙ্গা
জনগোষ্ঠী কে আমাদের ঘাড়ে
চাপিয়েছে কেন বিশ্ব মোড়লরা , এখন
বলছে বাংলাদেশের ভিতর আত্মীয়করণ করে নাও!
C A A নাগরিকত্ব
আইনে ১৯৫৫ সালে পাশ হয়েছিলো
১৯৮৬,
২০০৩, ২০০৫, ২০২৫, বার
বার সংশোধন হয়েছে। C A A শুধু হিন্দু বৌদ্ধ জৈন খৃষ্টান কে স্হায়ী করবে
মুসলমান কেন নয়?
গত
পাঁচ বছর আগে "আসামে" N R C বেশ
জ্বালিয়েছে বাংগালীদের! On doubt পথে থেকে ধরে নিয়ে সোজা জেলে! পরিবারের
কেউ জানে না নিরুদ্দেশ এবং
পাচ বছর পর বাসায় এসে
দেখলো স্বামী আর একটা বিয়ে
করেছে! এমন
একটা ঘটনার উপর আমি লিখেছিলাম!
এদিকে
মহারাষ্ট্রের পাঠ্য বই থেকে "মুঘল
শাসন আমল মুসলিম ইতিহাস তুলে দেয়া হয়েছে! অনেক রোড ঘাটের নাম শুনেছি পরিবর্তন হয়েছে। " মনে রাখা প্রয়োজন মৌরজ বংশের শাসন এখন ও মুসলমানরা শিখে
আমরা ও উদাহরণ টানি। মুসলমান
৭৬৬ বছর ভারত শাসন করেছে! দিল্লি
ছিলো রাজধানী পুরা সময় টা। নির্যাতন
হয় নাই বুঝা
যায় কারন
এখন ও দিল্লি ১৮%
এর উপরে মুসলমান না! তার
অর্থ ধর্মান্তরিত করে নাই। এখনও ভারতে ২০/২৫ কোটি
মুসলমান ১৫% এর উপরে, ইসলাম
ভারতের দ্বিতীয় বৃহৎ ধর্ম!
ভালো
থাকেন সুস্থ থাকেন ধর্মীয় বৈষম্য বা জাতিগতভাবে কাউকে
আলাদা ভাবে না দেখে মানুষ
হিসাবে ধর্মনিরপেক্ষ দৃষ্টিতে দেখা উচিত!