পৃথিবী ঘুমিয়ে
মোঃইমদাদুল হক মিলন
সমস্ত দিনের কোলাহল ক্লান্তি শেষে।
পৃথিবী ঘুমিয়ে পড়েছে নিতান্তই নিঃশেষে।
দেখা হয়নি রাতের আকাশ, জোসনার মাখামাখি।
দেখা হয়নি নির্বাক নির্লজ্জ হুতোম পেঁচার চোখাচোখি।
দেখা হয়নি তারাদের আলোকিত আলোর অভিসার।
স্পর্শ পায়নি অধর পরশে আদুরে অতিসার।
দেখা হয়নি শেষ পাখিটির নিড়ে ফিরে আসা।
প্রেয়সির বুকে মাথা রেখে নিশ্চিন্ত ভালবাসা।
দেখা হয়নি গভীর নিদ্রাহীন বলাকা বালিকার বেদনায়।
হয়নি,হবে কি তবে দেখা প্রাণসখা? চিত্ত কল্প চেতনায়!