যেতে যখন হবেই,চলে যাওয়া ভাল - মিন্টুসারেং

যেতে যখন হবেই,চলে যাওয়া ভাল
মিন্টুসারেং

যেতে যখন হবে দ্রুত চলে যাওয়া ভাল
বেলা পড়ার আগেই "মা বলতেন,
ফিরে আসিস বাপ"
একথা শুনে বাবা বলতেন," তুমি এভাবে বলছো কেন? ওকি আর এখন ছোট আছে হে"
বাবা জানতেন, মা যতই বলুক
এই ছন্নছাড়া ছেলেটি
কখনই সময় মতো ফিরবেনা।

বাবা এখন নেই,
মা আছেন যাবার বেলায়,

আমি এখন ফিরতে চাই বাবা,
বেলা পেরুনোর আগেই
আমি এখন ফিরতে চাই মা
তোমার কোলেই,
আমার দীঘল কালো চুলে
তোমার শৈল্পিক আংগুলের বিলি কাটা
আমার দীর্ঘ অনিদ্রা জনিত ক্লান্তিকে মুছে দিক
আমি এখন ঘুমাতে চাই বাবা
যেমন ছোট্ট বেলায় শুয়ে ছিলাম তোমার পাশে।
আমি এখন ফিরতে চাই বাবা
বেলা পড়ার আগেই,
আমি এখন ফিরতে চাই মা
তোমার আঁচলের সুশিতল ছায়ায়।

যদি ফিরতেই হয় তো আমি এখনই ফিরতে চাই
আমাকে ফিরিয়ে নাও কালো মাটি,
বিছিয়ে দাও তোমার চিরায়ত শীতলপাটি।

আমি ফিরতে চাই,আমাকে ফিরিয়ে নাও।

০৫/০৫/
মধুপুর।।সারেঙ বাড়ি।

Post a Comment