আমরা শ্রমিক - বিপুল বেরা

বিপুল বেরা

আমরা শ্রমিক
বিপুল বেরা


আমরা শ্রমিক, আমরা কৃষক 
আমরাই সমাজের মেরুদণ্ড,
আমাদের ছাড়া চলে না সমাজ
আমরাই দেশের প্রধান অঙ্গ।

যত বড়োই বাবু আসুক 
আমাদের কাছে তুচ্ছ সবাই,
আমরাই না দিলে শ্রম
কোনো বাবুই করতে পারে না বড়াই।

আমরা শ্রমিক, আমরা মানুষ 
তবুও হতে হয় ধনীদের কাছে অত‍্যাচারী,
আমাদের শ্রম ছাড়া চলে না তাদের
তবুও তাদের কাছে আমরা ভিখারী।

আমরা শ্রমিক, আমরাই সমাজের স্তম্ভ 
সমাজের স্তম্ভ কে যারা করে অপমান,
জানেনা তারা এই শ্রমিদের ছাড়া 
তাদের আসবে না কখনো মান।

আমরা শ্রমিক, আমরাই বল
একতা আমাদের প্রধান সঙ্গী, 
শ্রমিক, কৃষক এক মোরা সব
সমাজ রক্ষাই আমাদের দৃষ্টিভঙ্গি।
          .........................



কবি পরিচিতি 
       বিপুল বেরা - জন্ম ০৭ ই নভেম্বর ১৯৯৭, পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার অন্তর্গত বরদা গ্রামে। পিতা - শ্রী সুকেশ রঞ্জন বেরা, মাতা - শ্রীমতী রেবতী বেরা। বিদ‍্যালয় জীবন থেকে লেখালেখি শুরু। বিভিন্ন পত্রিকায় লেখার মাধ্যমে সাহিত্যে অবতরণ করা। বতর্মানে "কবিতা কথা কালচারাল একাডেমি/সাহিত‍্য ও সংস্কৃতির মেলবন্ধন" পত্রিকার সম্পাদনা করছি। এছাড়াও 'আবৃত্তি জগতেও বিচরণ করছি, ২০২১ এ 'রূপসী বাংলা' টিভির পর্দায় "কাব‍্য মহল"-এ স্বরচিত কথা পাঠে অংশগ্রহণ করেছি। এছাড়াও বিভিন্ন অনলাইন ও অফলাইন পত্র-পত্রিকায় লেখালেখির পাশাপাশি বিভিন্ন সাহিত্য চর্চায় অবতরণ করছি।
     প্রথম যৌথ কবিতা সংকলন " অল্প শব্দের কাটাকুটি "এছাড়াও " পঞ্চবান ", " সঞ্জীবনী" তাদের মধ্যে অন‍্যতম। " বিনোদন সাহিত্য পত্রিকা " পক্ষ থেকে পঞ্চবান সম্মানে ভূষিত করা হয়েছে। ২০২১ এ "আনন্দমুখর সাহিত্য পত্রিকা ও পরিষদ" থেকে 'লীলা মজুমদার স্মৃতি সম্মাননা' লাভ, ২০২১ এ "সত‍্যম শিবম সুন্দরম" পত্রিকা থেকে 'কলম সম্মাননা' ও "ভোরের কোকিল সাহিত্য পরিষদ থেকে 'কবি সম্মাননা' লাভ। ২০২১ এ "যশ সাহিত্য পত্রিকা" থেকে 'কাব‍্যরত্ন সম্মাননা' লাভ। ২০২১ এ "World Literary Forum For Peace And Human Rights" থেকে "International Ambassador Of Peace" Award লাভ। ২০২২ এ "কলকাতা সাহিত‍্যাঙ্গন পত্রিকা" থেকে 'কলকাতা সাহিত‍্য সাধক সম্মান- ১৪২৮' লাভ ও "অঙ্কুর সাহিত্য পত্রিকা" থেকে 'অঙ্কুর সাহিত‍্য সম্মান-১৪২৯' লাভ। ২০২২ এ 'পশ্চিমবঙ্গ সংস্কৃতি মঞ্চ' আয়োজিত 'সারা বাংলা কবিতা রচনা উৎসব' থেকে "কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য্য স্মৃতি সম্মান" লাভ ও ২০২২ এ "পরিমল সাহিত্য পত্রিকা(আন্তর্জাতিক)" থেকে "রবীন্দ্র স্মৃতি সম্মান" লাভ ও "ভোরের কোকিল সাহিত্য পরিষদ" থেকে 'কবিরত্ন সম্মাননা' লাভ এবং "শব্দের খড়কুটো পত্রিকা" থেকে 'কবি সম্মাননা' লাভ ও "মন ক‍্যানভাস-মন্থন" থেকে 'নবারুণ - ১৪২৯ সাহিত্য সম্মান' লাভ। এছাড়াও ২০২২ এ "কুসুম সাহিত‍্য পত্রিকা" থেকে 'সারা বাংলা কবিতা প্রতিযোগিতা থেকে সম্মাননা লাভ ও "কাব‍্যভাস্কর সম্মাননা" লাভ।
"বিনোদন সাহিত্য পত্রিকা" থেকে প্রকাশিত " তুমি বৃষ্টি ধারা " আমার প্রথম একক কাব‍্যগ্রন্থ। "নয়নমণি" কাব‍্যগ্রন্থটি দ্বিতীয় একক কাব‍্যগ্রন্থ।

Post a Comment