চুমু নিয়ে কবিতা।চুমু নিয়ে রোমান্টিক কবিতা।চুমু ‍নিয়ে হাসির কবিতা

চুমুর চুম্বক লাগাবো
- ফাইয়াজ ইসলাম ফাহিম


চুমুর চুম্বক লাগাবো
তোমার বুকে,
চুমুর চুম্বক
তোমার সফেদ পাহাড় দিবে শুকে।

 

চুমুর চুম্বক
তোমার দেহাঙ্গ করিবে পরিষ্কার,
দেহে মনে হবে তোমার
ভালবাসা আবিষ্কার।
 

চুমুর চুম্বক
যদি একবার দাও লাগাতে,
চুমুর চুম্বকের জন্য
দিনমান থাকবে আশাতে....


তোমার বুকে
ফাইয়াজ ইসলাম ফাহিম


তোমার বুকে
ঘুমাতে চাই সারারাত,
চুমে চুমে শেষ করতে চাই
তোমার দুগ্ধের জলপ্রপাত।



তোমার বুকে
সকল সুখ,
তোমার বুকে লাগাতে চাই
চুমুর চুম্বক।

 

তোমার বুকে দুঃখের
হয় লয়,
তোমার বুকে
ঘুঁচে সকল ভয়।


চুমুর হরতাল
- ফাইয়াজ ইসলাম ফাহিম



পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে
মস্তিষ্ক অবধি দিতাম আমি ছুঁয়ে,
চুমে চুমে তোমার লাজ- শরম
দিতাম আমি ক্ষুয়ে।



চুমু'র বড্ড হরতাল
তোমায় ছুঁইলে ঘুচবে সব জঞ্জাল,
চুমুর রোগ তুমি
চুমুর রোগ সারাতে লাগবে তোমার দেহ ভূমি।



চুমু গুলো কে কবে করবে আপন
শতকোটি চুমু তোমায় পেতে করেছে পণ,
চুমু গুলো কে জায়গা দাও রাখো না দূরে
একবার চুমুর ঝড়ে বিধ্বস্ত হলে রাখবে বুক ভরে...

চুমু দিতে চাই
- ফাইয়াজ ইসলাম ফাহিম


যে চুমুতে মনে ভালবাসা জন্মে
মনের কালিমা লোপ পায়
মনের সরোবরে প্রেম পদ্ম ফোঁটে,
সেই রকম একটি পাওয়ারফুল
একটি চুমু দিতে চাই।

যে চুমুতে তুমি দিনমান আমায়
স্মরণ করবে,
ঠিক সেই রকম একটি চুমু দিতে চাই
তোমার রক্তিম ঠোঁটে।

যে চুমুতে তুমি তোমার
আত্মার কাছে হেরে যাবে ঠিক
সেই রকম একটি চুমু দিতে চাই।

যে চুমুতে তোমার মস্তিষ্কে
ভালবাসা ঝড় বইবে
ঠিক এমন একটি চুমু দিতে চাই,
যে চুমুতে তোমার ভালবাসার আয়ু বাড়বে
ঠিক সেই রকম একটি চুমু দিতে চাই।

যে চুমুতে তোমার- আমার
মিলন হবে,
ঠিক সেই রকম একটি
রোমান্টিক চুমু দিতে চাই?

নিষিদ্ধ চুমু
- ফাইয়াজ ইসলাম ফাহিম


নিষিদ্ধ চুমু দিবো তোমার ঠোঁটে
চুমুর চুম্বক লাগাবো,
তোমায় বারংবার রাগাবো
আন্দোলিত করবে তোমার তনু- মন।

একটি নিষিদ্ধ চুমু দিতে চাই হে প্রিয়সী
ভালবাসার রঙ্গ আছে সেই চুমুতে,
একটি নিষিদ্ধ চুমুর পরশে
দিনমান চাইবে মম কোলে ঘুমাতে।

দিব কি তোমার ঠোঁটে নিষিদ্ধ একটি চুমু
নিষিদ্ধ চুমুর স্বাদ নিতে দাও
তোমার নাসিকা কে,
বুঝতে দাও একটি নিষিদ্ধ চুমুর স্বাদ কত

হে প্রিয়সী নিষিদ্ধ একটি চুমুতে তুমি মাতোয়ারা হবে
ভালবাসার নীল ঘুড়ি উড়াবে নীলিমার বুকে,
দিবো কি একটি নিষিদ্ধ চুমু
তুমি কি রাজি নিষিদ্ধ চুমুর পরশ পেতে?

Post a Comment