তুমি আমি শেষ ঠিকানা - মোঃ ইমদাদুল হক মিলন

তুমি আমি শেষ ঠিকানা
মোঃ ইমদাদুল হক মিলন
 

আজ তোমাকে খুব বড্ড বেশিই মনে পড়ছে।

সেই পুরনো দিনের কথা,ছোট ছোট স্মৃতি কথা।

 

কোন অভিযোগ নয়,নয় কোন ভণিতা 

স্বাদ সাধ্যের সন্ধিক্ষণে হিসাব সমীকরণ 

মেলাতে পারেনি, পারেনি।

তোমাকে তোমার সিংহাসনে সাজাতে।

 

অপারগতার আরধ্যে আর ব্যর্থতার বরাদ্দে

রঞ্জন রুপে রঞ্জিত হয়েছি বারবার।

ললাটের লিখন বলব না এখন

এটাই আমার কামনার করুণ বচন।

 

ওপারে তোমার মঙ্গল মহিমার বিস্ময় বিনিময়ে।

পরিহাসের পাতায় আড়িপাতা খাতায় এই টুকুই বলব কোন অভিনয় নয়,নয় কোন কৃত্রিমতা তুমিই আমার,আমি তুমি শেষ ঠিকানা।

Post a Comment