মনন্তর মনখারাপের রাতে আমি আর রেমাল
মোঃ ইমদাদুল হক মিলন
রুদ্র রূপের অতিথি তুমি কোথা হতে এলে?
তুমি ওমানি বালি নাকি ফিলিস্তিনি নাগর ছেলে!
এমনও রাতে তোমার সাথে কাটছে ভালো তোমাতে আমাতে
কখনো শঙ্কা,কখনো নীরবতা আড়মোড়া দিয়ে জেগে ওঠা।
পূর্বপুরুষ ঠিকুজিকুষ্টি ঘেটে সিডর,
ইয়াস,আইলা, মহাসেনের দেখা
বুলবুল ,আম্ফান তুমি সাক্ষাৎ মোখা।
অবশেষে শিবের রুদ্র রূপী
অ্যারাবিক রেমাল।
রহস্যে মোড়ানো লাস্যময়ী লাবণ্য ললনা।
একি তুমি,কি তোমার ছলনা?
তোমার অভিমানী হুংকার, আমার
হৃদয়ে তব সম্মুখ সুর ঝংকার। উঠিল
তপ্ত বিচ্ছেদ ব্যবচ্ছেদ বাহানার গুঞ্জরণ।
আশার নৌকার ধরেছি হাল, দীপ্ত দিশায়
উড়িয়ে পাল। কেটে যাবে শঙ্কা বেজে
উঠবে বিজয় ঢঙ্কা তোমার আনমোনা মন খারাপের রাতে।ফুটবে ফুল কুসুম কোমল নতুন ভোর বিহঙ্গে কুহুকুহু কলরবে।