মনবাস শিউরে ওঠে
নজর উল ইসলাম
প্রেমের আলোবিন্দুতে ইচ্ছের পারানি নামে
ঝুমকো ফুলের অন্দরখানা দেদার আসা-যাওয়া
পরশ ক্রমশ প্রকট সামনে পেছনে সুলগ্ন সব পত্রলেখা
দামাল হাওয়ার সেবা নিবিষ্ট সহজিয়া মুহূর্তে মোহমায়া
সহজ পাখির আকাশ প্রণয়ঘরে আগুন অঙ্গরাজ
মনবাস শিউরে ওঠে বুকে টেনে খুশিতে ছেড়ে আসা
দর্শন জানে না যে উদগ্রীব কানাকানিতে তুফানে
পরিয়ে দিয়েছি সবুজ স্বাক্ষর নীলপদ্মের আসঙ্গে
ভালবাসা বলে যে চাঁদ উঠেছিল গভীর নির্জনে
অসুখে সুখী জলের অক্ষরে সাঁতরে বেড়ায় আকাশমুখী
কেয়া পাতায় উজাড় জীবন সিঁড়ি ভাঙছে লজ্জা শরম
মুশকিল এই নতুন কম্পন চোখে চোখে রাখে সারাক্ষণ...
নজর উল ইসলাম
পশ্চিম বিবিপুর, বেগমপুর, বসিরহাট, উত্তর ২৪ পরগণা