শিক্ষা মাধ্যম - বিজুরিকা চক্রবর্তী

বিজুরিকা চক্রবর্তী

শিক্ষা মাধ্যম
বিজুরিকা চক্রবর্তী


পয়লা দিনের উৎসবে তে যেই মেতেছি ভাইরে-
চারপাশে সব দেখে শুনে ভাবি কোথায় যাইরে! 

যেইনা সবে বলতে উঠি বাংলাতে এক কাব্য-
ভাবি সাধের প্রাণটাকে আজ সামলে কোথায় রাখবো! 

প্রশ্নবাণে জর্জরিত ! কানটা করে ঝনঝন ! 
'ছেড়ে দে মা কেঁদে বাঁচি' মন বলে যায় প্রাণপণ;

দোষটা আমার এই ছিল যে ছোট্টবেলার শিক্ষা-
ইংরেজি এক মিডিয়ামেই নিয়েছিলাম দীক্ষা, 

খাঁটি ছিল শিক্ষা সেথায়, অগাধ জ্ঞানের সম্ভার, 
শিক্ষক আর শিক্ষার্থী পারস্পরিক অহংকার;

ঠিক এখানেই গলদ ছিল, বিস্মিত হয় চারপাশ! 
শ্লেষ দিয়ে কয়, "বাংলাটাকে কিভাবে ঠিক সামলাস ? 

পড়েছিস তো ইংরেজিতে কনভেন্ট ওই স্কুল টায়, 
ভালো করে পারিস নাকি লিখতে পড়তে বাংলায় ?!"

পয়লা দিনে ওষ্ঠাগত বাংলা জানার 'এলেম এ', 
"আদৌ জানো ? কিন্তু কেন ? কিভাবে ? কোন তালিমে ?!"

মনে হলো ভালই হতো থাকলে পরে মৌন, 
ভুল ধরতেই ব্যস্ত সবাই, উৎসব আজ গৌণ;

মাধ্যম সে যাই হোক না প্রতিষ্ঠান তো শিক্ষার-
ঐতিহ্য দেয় না কারোর সমালোচনার অধিকার।। 


(২২৯, পূর্ব সিঁথি বাইলেন, দমদম (ময়দানপল্লী)

Post a Comment