ভাঙ্গা গড়ার সমীকরণ - মোঃ ইমদাদুল হক মিলন


ভাঙ্গা গড়ার সমীকরণ
মোঃ ইমদাদুল হক মিলন 


রাত শেষের ক্লান্ত চাঁদ পশ্চিমের আকাশে
মৃত্যুর কোলে ঢলে পড়ছে।
বেদনার বুহ্য ভেঙ্গে ভোর বাহানায় পূর্বাকাশে 
নতুন সূর্য জন্ম নিচ্ছে।

ভাঙা গড়ার পালে জোয়ার, নদী,যেতে হবে 
বহুদূর।
অচিন পাখি নিয়ে যাবে বহুদূর,যাবে কোন সে সুদূর?

নিজেকে নিজের দাহে কক্ষপথের কবরে যবে শায়িত সূর্য।
রাত সমীকরণে ভোরের ফুল ধরা দেয় তব ফিনিক্স ঐশ্বর্য।

ভাঙ্গা গড়ার হেন খেলায় জন্ম মৃত্যু এক নিদারুণ সমীকরণ। 
এ যেন চিরন্তন চালকের চর্চা,চলকে শুদ্ধতার সমাধান।

Post a Comment