ছাত্র আন্দোলনের কবিতা। আন্দোলনের কবিতা।সংগ্রামের কবিতা


ছাত্র আন্দোলনের কবিতা
ফাইয়াজ ইসলাম ফাহিম


ছাত্রের বিরুদ্ধে লড়ে

কোন সরকার পায়নি জয়,

ছাত্র ন্যায়ের প্রতীক

ছাত্র সকল অন্যায় করে ক্ষয়।



ছাত্রের বিরুদ্ধে লড়ে

হে স্বৈরাচার সরকার পাবি না তুই ছাড়,

বিদ্রোহী অনল জ্বললে

তোর ক্ষমতার গদি পুড়ে হবে ছাড়খার।



ছাত্ররা কখনো মানে না হার

ছাত্র কে দেখাস না পুলিশের ডর,

ছাত্র কে একবার রাগালে

এই বঙ্গ কাঁপবে থরথর।



ছাত্ররা সকল অন্যায় দিবে রুখে

যত্ত গুলি করো ছাত্রের বুকে,

ছাত্র লড়বে অন্যায়ের বিরুদ্ধে

প্রয়োজনে নামবে ন্যায়ের যুদ্ধে.....


রুখে দাঁড়াও
- ফাইয়াজ ইসলাম ফাহিম


ভয় করে অন্যায়ের কাছে

করবে না কখনো মাথানতো,

রুখে দাঁড়াও

বাঁধা আসুক যত্ত ।

.

ভয় করে

বিড়ালের মতো করবে ক'দিন পৃথিবীতে বাস,

সিংহের মতো সাহসী হয়ে

অন্যায় কে করো নাশ।

.

ভয় করে অন্যায় কে

কত দিবে আশ্রয়,

সাহসী হয়ে উঠো

জীবন যায় যাক অন্যায় কে করো ক্ষয়।




দেশ বাঁচাও। দেশ নিয়ে কবিতা। লুট নিয়ে কবিতা
- ফাইয়াজ ইসলাম ফাহিম


দেশটা লুটেপুটে

খাওয়ার চলছে লড়াই,

যে যত লুটেপুটে খায়

সে তত দেখায় ক্ষমতার বড়াই।


দেশটা লুট করে খাচ্ছে

হচ্ছে না জনগণের হুশ,

নিজের স্বার্থ রক্ষায়

বলদ জনগণ এখনো অবুঝ।


দেশটা লুটেপুটেদের খাবার

অর্ধমৃত দেশ হয়েছে গোবরের ভাগার,

দেশটার প্রতি নেই কারো মায়া

দেশটা দেউলিয়া হচ্ছে দেখছি তার ছায়া।


দেশটা বাচাঁও হে জনগণ

রুখে দাঁড়াও

দূর্নীতিবাজদের

করো দমন.....


6/22/24 9:48 PM


লুটতরাজ কবিতা
ফাইয়াজ ইসলাম ফাহিম


এসো এমপি মন্ত্রী হই

লুটতরাজ করি,

দেশের জনগণের যা আছে

নিজের উদরে ভরি।


এসো সচিব- আমলা হই

জনগণের টাকা মেরে

রঙ্গ লীলা করি

জনগণ করুক না হইচই।


এসো ব্যাংকার হই

দেশের টাকা মেরে

ভিনদেশে ঘর বাড়ি কিনি

জনগণের পেঠে ফুটুক খই।


এসো ব্যবসায়ী হই

জনগণ মরে মরুক তাকে কি,

আমরা ব্যবসায়ী

মানুষ তো আর নই!


11/06/2024 11:05 am


চোর বাটপার কবে হবো?
- ফাইয়াজ ইসলাম ফাহিম


চোর বাটপার কবে হবো ভাই

এই দেশে চোর বাটপারের মূল্যের শেষ নাই,

চোর বাটপার হবো

গাড়ি-ঘোড়ায় চড়বো।


এই দেশেতে

চোর বাটপারের অনেক কদর,

চোর বাটপার হলে বউয়ের

পাবেন ফ্রি ভালবাসা আদর।


চোর বাটপার হলে

হবেন সমাজ পতি,

চোর বাটপার হলে

বাড়বে সামাজিক জ্যোতি।


চোর বাটপার হতে না পারলে

আপনি সেরা বোকা,

চোর বাটপারের দেশে

চোর বাটপার না হলে খাবেন শুধু ধোকা.....


02/06/2024 12:59 pm

Post a Comment