চেষ্টায় সাফল্যের মূল।সাফল্য নিয়ে রচনা।সাফল্য নিয়ে প্রবন্ধ

চেষ্টায় সাফল্যের মূল
কলমে: মোঃ শাহিন


আল্লাহ তাআলার সেরা সৃষ্টি, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ। মানুষ চেষ্টা করলে কী না করতে পারে? চেষ্টার মাধ্যমেই মানুষ নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে, আবার চেষ্টার মাধ্যমেই মানুষ বিশ্বকে জয় করতে পেরেছে।যারাই দেশে বা পৃথিবীতে সফল হয়েছেন, সবারই সফল হওয়ার পেছনে সর্বপ্রথম বিষয়টি ছিল চেষ্টা।
একটু চিন্তা করিয়া দেখুন, পৃথিবীর সবচেয়ে বড় এবারেস্ট, মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন বাংলাদেশী এক সাহসী যুবক মুসা ইব্রাহীম। তিনি এই এভারেস্ট কী একদিনই জয় করেছিলেন নাকি দীর্ঘ দিনের পরিশ্রম আর চেষ্টার ফলে?
আবার, স্কটল্যান্ডের যোদ্ধা রাজা রবার্ট রুশ সাত বার যুদ্ধ করেও জয়ী হতে পারেনি, কিন্তু অষ্টম বারে তিনি যুদ্ধে জয়ী হয়েছিলেন।
আমরা তো একবার দুইবার চেষ্টা করেই থেমে যাই, তিনি তো সাতবার যুদ্ধে হেরে যান , তবে কেন তিনি আবার যুদ্ধে অংশ গ্রহণ করেছিলেন?
কারণ তিনি জেনেছিলেন একটা মাকড়সা কে দেখে, কীভাবে চেষ্টা করতে হবে। আসলে, চেষ্টা করলেই উপায় হয়।এরকম ঘটনা পৃথিবীতে আরো অনেক রয়েছে।
আমরা যারা সাধারণ মানুষ,তারা কোনো চেষ্টায় করি না। আমরা মনে করি, শুধু শুধু কেনো চেষ্টা করবো ?যতবার এই চেষ্টা করি, শুধু বৃথা যায়। কখনোই সাফল্যের মুখ দেখতে পারিনা।
আমরা সবাই জানি, পৃথিবীতে যারা বিখ্যাত, তাঁরা কখনোই বিখ্যাত ব্যক্তি হিসেবে জন্মগ্রহণ করেন নি। যারা সঠিক পন্থায় চেষ্টা করবে তারাই জীবনে সফলতা অর্জন করতে পারবে। যারা বিখ্যাত বা সফল হয়েছেন তাদের সব ধরনের জয়ের পিছনে রয়েছে, অধম্য আগ্রহ ও অধিক চেষ্টা। চেষ্টা ছাড়া কোনো কিছুই অর্জন করা সম্ভব নয়, জয় তো দূরের কথা।
আমি বলবো আপনারা তাদের জীবনী পড়ে দেখুন, যারা জীবনে সফল হয়ে বিখ্যাত হয়েছেন।
অদম্য চেষ্টা যারা করবে, যেই কাজের জন্যই করবে, কেউ ব্যর্থ হবে না ইনশাআল্লাহ। কিন্তু চেষ্টা করতে হবে সঠিক পন্থা অবলম্বন করে।
* উপদেশ মূলক চরণে: চেষ্টা করতে থাকো, তোমার জন্য কোনো বিষয়ই কঠিন নয়,,,
একমাত্র চেষ্টায় এনে দিতে পারে বিজয়।

Post a Comment