বর্ষা ব্যবচ্ছেদে চমকিত চাঁদ
মোঃ ইমদাদুল হক মিলন
আকাশে আজ নতুন চাঁদ উঠেছে।
বর্ষা শেষের মুক্ত আকাশে অবারিত
আলোকের ধারা,চমকে চমকিত পৃথিবী।
এত আলো! অনাদি আনন্দ বিস্ময় পুষ্প প্রান্তরে।
নয়ন মোহিনী গোলাপী চাঁদ
উঁকি দিচ্ছে আজ আকাশের গায়।
মুক্ত কেশী চাঁদের সমস্ত ঠোঁটে যেন রক্তিম বর্ণচ্ছটা।
আলোকিত আলিঙ্গনে আবিষ্ট করছে পুরো পৃথিবীকে।
তবুও পৃথিবীর কোন এক কোণে যেন গ্রহণ লেগেছে,
আঁধারে ঢেকে গেছে,
ভারাক্রান্ত বেদনা আর বিস্ময় ব্যবচ্ছেদে ।
ভাবিছে বর্ষা চাঁদ যদি আমার হতো
অহর্নিশি দিবারাত্র।
অন্ধকার যেত ঘুচে, মনের জ্বালা যেত মিটে।
উদয় সদা জাগ্রত জমিনে
তৃপ্তির তিয়াসে চুমিছে বর্ষা,
বোহেমিয়ান বেশে চমকিত চাঁদেরে।