নারী নিয়ে প্রবন্ধ। নারী নিয়ে অনুচ্ছেদ। নারী নিয়ে রচনা

নারী

আজ আকাশটা নীল রঙের শাড়ি পরে আছে।শুধু নীল নয়,নীলের মাঝে মাঝে সাদা রঙের বিভিন্ন রকমের ডিজাইন করা নকশা আঁকা।সেই নকশাটাও আবার নিজের তাগিদে ক্ষণে ক্ষণে নিজের আকার পাল্টায়।যখন মন খারাপ হয় ,তখন প্রকৃতির সঙ্গে নিজের ভালোলাগার কথা, মন্দলাগার কথা বলি। নীরবতার ভাষাতেই আকাশের সাথে আমার কথোপকথন হয় রোজ নিশি।মাঝে মধ্যে আকাশের এমন রঙের খেলা আর বিশালতার গভীর তলদেশে তলিয়ে যাই।নিজের অজান্তে বিশাল আকাশে মুক্ত পাখির মত ডানা মেলে উড়ে বেড়ানোর স্বপ্ন আঁকি।কিন্তু বাস্তবে আমি বন্ধিনী।নির্দিষ্ট সীমানার বাইরে যাওয়ার সাদ্য আমার নেই।ডানা থাকলেও উড়ে বেড়ানোর স্বাদ মনের মধ্যেই পরে রয় --আমি যে নারী।

ঘরের কোণে বসে যখন খবরের কাগজে ইভটিজিং এর জন্য মেয়েদের আত্মহত্যার ঘটনা,যৌতুকের কারণে স্বামীর, শ্বাশুরীর অত্যাচারের ঘটনা পরে আমি সত্যিই অবাক হয়ে যাই।যেই বিবেক আর মন আছে বলে মানুষ অন্য প্রাণীদের থেকে আলাদা।সেই সব মানুষদের যদি সত্যিই বিবেক আর মনুষ্যত্ব থাকত তাহলে মেয়েদেরকে এমন নির্মম পরিস্থিতির মুখোমুখি হতে হত না।

আজও মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়নি বলেই সমাজের চোখে আজও আমরা "মানুষ "নই,আমরা শুধুুই "নারী "-যার সুখ-দু:খ ,আনন্দ-বেদনা সবকিছুর বহি:প্রকাশ হলো শুধুই নিরবতা ।কোণঠাসা হয়ে আজও আমাদের চারদেয়ালের মধ্যে আটকে থাকতে হয়।

বাংলার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার লেখনী ;প্রীতিলতা ওয়াদ্দেদার ত্যাগ;মাদার তেরেসা,ফ্লোরেন্স-নাইটিঙ্গেল এর মহত্ত্ব,সেবা প্রভৃতি থেকে আমি যে শিক্ষা পেয়েছি, আমি অবরোধবাসিনী হয়েও সেই শিক্ষাকে কাজে লাগানোর স্বপ্ন দেখি।কেউ যখন আমায় প্রশ্ন করে, "জীবনে কি হিতে চাও? "আমি খুব গর্ব করে বলি- "প্রীতিলতা, মাদার তেরেসা বা ফ্লোরেন্স-নাইটিঙ্গেল হওয়ার স্বপ্ন দেখি।আলো হাতে আঁধারের পথে এগিয়ে যেতে চাই,মানুষের মত মানুষ হতে চাই, সমাজে আর দশজনের মত প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখি।"শরতের আকাশে সাদা মেঘকে স্বাধীনভাবে উড়তে দেখে মনের অজান্তেই মাঝে মধ্যে গেয়ে উঠি-

একদিন ছুটি হবে,অনেক দুরে যাবো

নীল আকাশে, সবুজ ঘাসে,খুশিতে হারাবো

হয়তো এতটুকুই আমার স্বপ্ন। কারণ এই সমাজের চোখে আমি যে নারী।

যার মনের কথা শুধু আকাশই বোঝে,

যার কাঁন্নার শব্দ চুপিসারে বাতাসই শুনতে পায়,

ডানা থাকলেও যার বিশাল আকাশে উড়ে বেড়ানোর সাধ্য নেই,

যার জীবনের লক্ষ্য কখনো কখনো স্বপ্ন দেখাতে সীমাবদ্ধ,

যার সুখ-দু:খ,আনন্দ-বেদনা সবকিছুর বহি:প্রকাশ শুধুই নিরবতা।

আমি যে পুরুষ্যত্ত্বের চার দেয়ালের মধ্যে বন্ধিনী এক নারী।

আমি যে নারী।

--------------------------------------------------

Post a Comment