ভারতের প্রজাতন্ত্র দিবস।নিতাই শর্মা

ভারতের প্রজাতন্ত্র দিবস
নিতাই শর্মা

     দীর্ঘ প্রায় দুই শত বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটে ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট। ১৪ ই আগস্ট পাকিস্তান ও ১৫ ই আগস্ট ভারতবর্ষ নামে দুটি পৃথক স্বাধীন রাষ্ট্রের আত্মপ্রকাশ ঘটে। ভারতবর্ষে ক্ষমতা তোলে দেওয়া হয় পন্ডিত জহরলাল নেহরুর হাতে।  তখনো ভারতের সংবিধান রচনা হয়নি। ব্রিটিশ আইন অনুযায়ী শাসন ব্যবস্থা চলতে থাকে।

    উল্লেখ্য ব্রিটিশ ভারতে ১৯৪৬ সালে ভারতের জন্য  সংবিধান রচনার জন্য একটি গণপরিষদ গঠিত হয় দেশীয় ও ব্রিটিশ শাসিত রাজ্যগুলোকে নিয়ে। কমিটির অস্থায়ী সভাপতি সচ্চিদানন্দ এবং স্থায়ী সভাপতি হন ড. রাজেন্দ্র প্রসাদ। উল্লেখ্য ড. রাজেন্দ্র প্রসাদই ভারতের প্রথম রাষ্ট্রপতি। সংবিধানের খসড়া কমিটির সভাপতি ছিলেন ড. ভীমরাও আম্বেদকর।  গণপরিষদ দুই বছর সাত মাস এগারো দিনে  এই সংবিধানের কাজ সম্পন্ন করে ভারত সরকারের কাছে একটি লিখিত সংবিধান তোলে দেন। যেই সংবিধান পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান। এই বিশালতার কারণ হলো সংবিধান প্রণেতাগন পৃথিবীর বিভিন্ন সংবিধান থেকে তিল তিল রসদ সংগ্রহ করে ভারতের সংবিধানে যুক্ত করেন। ভারত সরকার এই সংবিধানকে গ্রহন করে ১৯৪৯ সালের ২৬ শে নভেম্বর। আর এটি কার্যকর করেন ১৯৫০ সালের ২৬ জানুয়ারি।

     ২৬ জানুয়ারির একটা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। ১৯২৯ সালের কংগ্রেসের লাহোর অধিবেশন বসে। এই অধিবেশনটির ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এই অধিবেশনে সভাপতিত্ব করেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জহরলাল নেহরু। এই অধিবেশনেই সর্বপ্রথম পূর্ণ স্বরাজের দিবি উত্থাপন করা হয়। এই অধিবেশনে সিদ্ধান্ত নেওয়া হয় যে, যতদিন পর্যন্ত ভারতবর্ষের স্বাধীনতা লাভ না হয় ততদিন পর্যন্ত ২৬ শে জানুয়ারি তারিখটি সারা ভারতে স্বাধীনতা দিবস হিসেবে পালিত হবে। ১৯৩০ সালের ২৬ শে জানুয়ারি তারিখে ব্রিটিশ ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়।  সেই থেকে অবিভক্ত  ভারতবর্ষের সর্বত্র স্বাধীনতা দিবস পালিত হয়। ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট দ্বিখন্ডিত ভারত প্রকৃত অর্থেই স্বাধীনতা লাভ করে। সেই হিসেবে ২৬ শে জানুয়ারির আর কোন গুরুত্ব নেই।

     তাই রাষ্ট্র নেতারা সিদ্ধান্ত নিল ২৬ শে জানুয়ারি তারিখটিতে ভারতের সংবিধান কার্যকর করবে। ১৯৫০ সালের কংগ্রেসের ২৬ ছাব্বিশে জানুয়ারি ভারতে প্রথম প্রজাতন্র দিবস পালিত হয়। ২০২৪ সালে ভারতের ৭৫ তম প্রজাতন্ত্র দিবস পালিত হয়।

Post a Comment